Site icon Trickbd.com

সিম নিবন্ধনের সময় আর বাড়ছে না

Unnamed

বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) পদ্ধতিতে সিম নিবন্ধনে সময় আর বাড়ছে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রবিবার সকালে সচিবালয়ে তার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি একথা জানান। তারানা হালিম বলেন, ৩১ মে এর মধ্যে যারা সিম নিবন্ধন করতে পারবেন না, তাদের সিম ডিঅ্যাকটিভ হয়ে গেলেও সেই সিম নতুন করে কেনার জন্য দুই মাস সময় পাবেন। তবে প্রবাসী বাংলাদেশির জন্য এ সময় হবে ১৮ মাস।

তিনি বলেন, সরকারের টার্গেট ছিল নিদিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে ১০ কোটি সিম নিবন্ধন হবে। কিন্তু সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে ১০ কোটি ৯ লাখ সিম নিবন্ধন হয়েছে।

তারানা হালিম আরও বলেন, ‘একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে আগামী জুন মাসের শেষে বা জুলাই মাসের শুরুতে তা গ্রাহককে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

Exit mobile version