লিখতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। নতুন নতুন “গল্প” লিখতে বেশী ভালো লাগে।।
এক ডাক্তার ক্লিনিক খুলেছেন। ক্লিনিকের দরজার বাইরে লেখা- যেকোনো
ধরনের চিকিৎসার ফি ৩০০ টাকা।
বিফলে ১০০০ টাকা ফেরত।
এক চালাক লোক ভাবল, ডাক্তারের
চেম্বারে যাবে আর চালাকি করে
১০০০ টাকা কামাই করবে। ডাক্তারের
ডাক্তার : ‘নার্স, ২২ নম্বর বোতল থেকে কয়েক ফোঁটা তরল ওনার জিহ্বায় ঢেলে দাও।’ ডাক্তারের কথামতো নার্স ২২ নম্বর
বোতল থেকে কয়েক ফোঁটা তরল লোকটির
জিহ্বায়ঢেলে দিতেই চিৎকার করে
উঠল লোকটি, ‘ছি ছি! এসব কী? এটা তো প্রস্রাব!’
ডাক্তার : কনগ্র্যাচুলেশন, আপনার
জিহ্বার স্বাদ ফিরে এসেছে।’ লোকটি
রেগেমেগে ৩০০ টাকা ফি দিয়ে চলে গেল। দুই সপ্তাহ পরে লোকটি আবার এলো ডাক্তারের কাছে, এবার সুদে- আসলে টাকাটা আদায়
করার পরিকল্পনা করে। এবার বলল, ‘আমি আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি, ডাক্তার। ডাক্তার : নার্স, ২২ নম্বর বোতল থেকে
কয়েক ফোঁটা ওনার জিহ্বায় ঢেলে দাও তো। শুনে এবারও চিৎকার করে উঠল
লোকটি, ‘সেকি ডাক্তার! ওই ওষুধ