মাছরাঙা টিভিতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়
যেখানে বলা হয় ‘কিছু না জেনে’ জিপিএ ফাইভ
পাচ্ছে শিক্ষার্থীরা। প্রতিবেদনটিতে
এসএসসিতে সদ্য পাস করা ১৩ শিক্ষার্থীর
সাক্ষাৎকার প্রকাশ করা হয়। যদিও অনুসন্ধানে জানা
গেছে, মাছরাঙা টিভিতে সাক্ষাৎকার নেওয়া এক
শিক্ষার্থী এসএসসিতে জিপিএ-২.৯৪ পেয়েছে।
তেজগাঁও সরকার হাই স্কুলের এই শিক্ষার্থী দুবছর
দশম শ্রেণিতে থাকার পর বিশেষ বিবেচনায়
এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সুযোগ পায়।
স্কুলটির প্রধান শিক্ষক শাহরিন খান রূপা ***
হাই স্কুলের প্রধান শিক্ষক শাহরিন খান রূপা ***
কে বলেন, মাছরাঙা টিভি এ প্রতিবেদনের জন্য
আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।
আমাদের স্কুলের রিয়াজ মাহমুদ রাকিব নামের যে
ছেলের সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে, সে
জিপিএ-৫ পায়নি। তার টেস্ট পরীক্ষার ফলও
ভালো ছিল না, তাকে বিশেষ বিবেচনায় এসএসসি
পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ দেওয়া হয়।
তাহলে কিভাবে মাছরাঙ্গা টিভি এ ছেলের
সাক্ষাৎকার প্রকাশ করলো। আমাদের সহায়তা নিলে
যারা জিপিএ-৫ পেয়েছে তাদের সাক্ষাৎকার
নেওয়া ব্যবস্থা করে দেওয়া যেত। যে
ছেলে-মেয়ে জিপিএ-৫ পাবে তারা এত সহজ
প্রশ্ন ভুল করবে না।
শাহরিন খান রূপা বলেন, এছাড়াও টিভি চ্যানেলের
দেখিয়ে ঠিক কাজ করেননি। কেননা এতে
তাদের সম্মানহানি ঘটেবে, মানসিক ভাবে অসুস্থ
হবে।