Site icon Trickbd.com

মাঝরাতে এক ডাকে সাড়া দেবেন না। কেন জানেন?

Unnamed

বহুদিন ধরে এই সমাজে একটা রীতি প্রচলিত
আছে যে রাতের বেলা কেউ যদি ডাকে
তাহলে কখনই এক ডাকে সাড়া দিতে নেই৷ এখন
প্রশ্ন কেন এক ডাকে সাড়া দেওয়া উচিত হবে না৷
এমনকি ঘরের লোকও যদি বাইরে থেকে
ডাকে তাহলেও একবার ডাকলেই সেই ডাকে সাড়া
দেওয়া উচিত হবে না৷

এই সংস্কারের পিছনে একটি যুক্তি রয়েছে৷ কারণ
রাতে মানুষ ঘুমোবার সময় তার শরীর অচেতন
অবস্থায় থাকে৷ এই সময় কানে কোনও ডাক
পৌঁছলেও তা সঠিক ভাবে বোঝা নাও যেতে
পারে৷

অর্থাৎ সেক্ষেত্রে কে ডাকছে তা শুনতে
ভুলও হয়ে যেতে পারে৷ সেক্ষেত্রে
একবার শুনেই ধড়মড় করে উঠে দরজা খুলতে
গেলে দুষ্ট লোকেরা সুযোগ নিতে পারে৷

ফলে জীবন অথবা সম্পত্তির ক্ষতি হতে পারে৷
কাজেই মনোবিজ্ঞানের দিক থেকেও এটা
বাস্তবসম্তত৷

» ভয়ংকর ৪ “ভূতুড়ে” ট্রেনের গা
শিউরে ওঠা সত্য কাহিনী!
Exit mobile version