নতুন রোবট যোগ হচ্ছে ফেসবুক
মেসেঞ্জারে। এর নাম ‘অ্যান্ড চিল’।
এই নয়া বোট এবার ব্যবহারকারীদের
পছন্দের সিনেমা দেখাবে। যদিও
নেটফ্লিক্সকে টেক্কা দেওয়া
ভীতিকর চিন্তা, তবুও ফেসবুক
নিজেদের সামর্থ্য দেখাতে মাঠে
নামছে।
নেটফ্লিক্সের অসংখ্য গ্রাহক বিশাল
মুভি ভাণ্ডার থেকে যেকোনো সময়
সিনেমা দেখতে পারেন। ফেসবুকে
নতুন সেবার মাধ্যমেও যেকোনো সময়
এর সঙ্গে নতুন বোটটি ব্যবহারকারীর
চাহিদা বুঝে নতুন নতুন মুভি বেছে
নিতে সহায়তা করবে। আপনি কি
ধরনের সিনেমা পছন্দ করেন এবং
দেখতে চান তা জানানো যাবে
অ্যান্ড চিলকে।
এ কাজটি করতে হলে মেসেঞ্জারের
ইউআরএল-এ চলে যান। সেখানে
যাওয়ামাত্রই নতুন বোটটি চলে আসবে।
এবার আপনার কিছু বলার পালা। কি
ধরনের মুভি দেখাতে চান তাকে
জানান দিন।
অবশ্য এখনো বোটটি তার প্রাথমিক
স্তরেই রয়েছে। অন্যান্য প্লাটফর্মের
মতো এর সঙ্গে চ্যাট করতে পারবেন।
ব্যবহারে অসুবিধা হলেও ধৈর্য্য ধরুন। খুব
শিগগিরই সব ঠিক হয়ে যাবে। সূত্র :
হিন্দুস্তান টাইমস