Site icon Trickbd.com

একটি শর্তে বাংলাদেশকে মোটা অংঙ্কের অর্থ দেবে আইসিসি

Unnamed

একটি কারণে বাংলাদেশকে
মোটা অংঙ্কের অর্থ দেবে আইসিসি। বাংলাদেশ
প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে আইসিসিতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির
চেয়্যারম্যান জালাল ইউনুস জানিয়েছেন এই
বিষয়ে।

একটি শর্তে বাংলাদেশকে অর্থ দেয়ার প্রস্তাব
আনা হয় হয় আইসিসিতে। তিনি জানান, দ্বিস্তর বিশিষ্ট
টেস্ট চালু হলে অনেক ক্ষতি

হবে বাংলাদেশের। র্যাঙ্কিংয়ে সেরা সাত দলের
সাথে বেশ কয়েকটি দেশের সাথে চুক্তি
রয়েছে বিসিবির।

মিডিয়া স্বত্ত্বও দেয়া হয়েছে। অন্তত ১০টি
টেস্ট ম্যাচ হবে না তখন। দ্বিস্তর বিশিষ্ট টেস্ট
চালু হলে কয়েক কোটি টাকা থেকে বঞ্চিত
হবে বিসিবি। দেশের একটি বেসরকারি টিভি
চ্যানেলের সাথে প্রায় দুইশ কোটি টাকার চুক্তি
রয়েছে বিসিবির।

আইসিসি দ্বিস্তর বিশিষ্ট চুক্তির ঘোষণা এই টাকা
পাচ্ছে না বিসিবি। চুক্তি ফিরিয়ে নিতে হবে। বিসিবি
কর্মকর্তা জালাল ইউনুস জানান, এই ক্ষতি পুষিয়ে
নিতে আইসিসি থেকে মোটা অংঙ্কের অর্থ
দেয়ার কথা আমাদের বলা হয়েছে।

শর্ত হলো কেবল দ্বিস্তর বিশিষ্ট টেস্ট
ক্রিকেট চালু হলে এই টাকা দেয়া হবে
বাংলাদেশকে।

» মাহিয়া মাহির গোপন ও অন্তরংগ ভিডিও ফাঁশ করলো শাওন। দেখুন ভিডিও।
Exit mobile version