Site icon Trickbd.com

ছয় বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড!

Unnamed

সর্বশেষ ২০১০ সালে বাংলাদেশে
এসেছিল ইংল্যান্ড। একই বছর ইংল্যান্ড সফরেও
গিয়েছিল সাকিব-তামিমরা। এরপর আর কোনো
সিরিজ না হলেও এই দুই দল মুখোমুখি হয়েছিল
২০১১ ও ২০১৫ বিশ্বকাপে; যার দুটিতেই
বাংলাদেশের বিপক্ষে হেরেছে ইংলিশরা।

প্রায় ছয় বছর পর আবারও হতে চলেছে এই
দুই
দেশের মধ্যে পূর্ণাঙ্গ সিরিজ। দুটি টেস্ট আর
তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০
সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে ইংলিশরা।
অক্টোবরে এই সিরিজটি অনুষ্ঠিত হবে বলে

জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া
কমিটির
চেয়ারম্যান জালাল ইউনুস।

এ প্রসঙ্গে জালাল ইউনুস বললেন, ‘আমরা প্রায়
প্রতিনিয়ত তাদের বোর্ডের সঙ্গে
যোগাযোগ রাখছি। এখন পর্যন্ত জানা গেছে
তারা ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখতে চায়।’
ইংলিশদের এই সফরের টেস্ট সিরিজে একটি
ম্যাচ
ফ্লাডলাইটের আলোর নিচে এবং গোলাপি
বলে
খেলার সম্ভাবনাও রয়েছে। যদিও এই
প্রসঙ্গে
পরিষ্কার করে কিছু বলেননি জালাল ইউনুস।

‘এখনও এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া
হয়নি। আমরা প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহের

সঙ্গে আলোচনায় বসবো। অন্য কোচিং
স্টাফদের সঙ্গে কথা বলবো। যদি গোলাপি
বলে দিবা-রাত্রির টেস্ট খেলার মতো
ক্রিকেটাররা উপযুক্ত হয়, তবে সেভাবেই
সিদ্ধান্ত নেওয়া হবে।’
» যে দেশের লোকজন মানুষের কাচা মাংশ খায়!!!
Exit mobile version