Site icon Trickbd.com

এবার টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম ।

Unnamed

মাগুরায় টাকা
দিলেই মিলছে বায়োমেট্রিক
পদ্ধতিতে নিবন্ধিত সিম।
সেখানে মুঠোফোনের সিম
বিক্রির আটটি দোকানে ঘুরে এ তথ্য
পাওয়া যায়। দোকানিরা ২০০
থেকে ৩০০ টাকার বিনিময়ে
বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন
করা সিম বিক্রি করছেন।
মাত্র ১৫ মিনিটের ব্যবধানে আরও
দুজনকে এ দোকান থেকে সিম

কিনতে দেখা যায়। এ ছাড়া পাশে
মুঠোফোন সেবাদানকারী একটি
অপারেটরের অনুমোদিত দোকানেও
নিবন্ধিত সিম বিক্রি করতে দেখা
গেছে।
নাম প্রকাশ না করার শর্তে শহরের এম
আর রোডের একজন সিম বিক্রেতা
বলেন, বায়োমেট্রিক করা কয়েক শ
সিম তাঁদের সংগ্রহে আছে। যাঁরা
বায়োমেট্রিক করেননি কিংবা
বায়োমেট্রিকের ঝামেলা
এড়াতে চান, তাঁরা এসে এসব সিম
কিনে নিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ
নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)
নির্দেশে বায়োমেট্রিক
পদ্ধতিতে পুনর্নিবন্ধিত না হওয়া
সিম ১ জুন থেকে বন্ধ করে দেয়া
হয়েছে।

ফেসবুকে ফটো ভেরিফেকশনসহ যেকোন সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন→ Facebook.com/Wakil24

Exit mobile version