Site icon Trickbd.com

কি ভাবে Telegram Channel Blue Verified করবেন।

Unnamed

প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি ।

আমরা জানি বর্তমান সময়ের জনপ্রিয় Platform হচ্ছে টেলিগ্রাম, সবাই এখন টেলিগ্রামে ফোকাস দিচ্ছে।

তাই আজ নিয়ে আসলাম দারুণ একটি পোষ্ট কি ভাবে Telegram Channel Blue Verified করবেন।

প্রথমে টেলিগ্রাম এপ্স ডাউনলোড করবের, পরবর্তীতে আপনার একটা চ্যানেল থাকতে হবে Verified Apply এর জন্য। তারপরে টেলিগ্রামে সার্চ দিবেন @verifybot লেখে পরে বুট চালু করবেন

তারপরে, বুট চালু করবেন পরে /start দিয়ে মেসেজ সেন্ড করবেন পরে আপনার channel এর লিংক দিতে হবে। তারপরে Continue now select করবেন

তারপের আপনার ২টি Social profile লিংক দিতে হবে,

অবশ্যই ২টি Profile verified থাকতে হবে ✅

ডান, আপনার Verified এর জন্য apply/submit হয়ে গেছে। এখন telegram company review করে ডিসিশন জানাবে, আপনার যদি social media profile ২টি ভেরিফাই থাকে তাহলে Verified পেয়ে যাবেন। ইনশাআল্লাহ

বিঃদ্রঃ – কোন ভূল হলে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যারা জানেন তাহলে তো ভালোই, যারা জানেন না তাদের জন্য পোষ্টি

আশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন ভিডিও দেখতে পারেন অথবা ফেইসবুকে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ।