Site icon Trickbd.com

জুমআর দিনে কখন দোয়া কবুলের সময়?

Unnamed

আজ শুক্রবার অর্থাৎ জুমাবার। সপ্তাহের
৭ দিনের মধ্যে আজকের এই দিনটা অন্য
৬ দিনের তুলনায় অনেক গুরুত্বপূর্ণ।
তাছাড়া এখন চলছে পবিত্র রমজান
মাস। তাই, এই দিনের ফযিলত বেড়ে
যাবে আরও অনেক বেশী।
চলুন জেনে আসি জুমার দিনের
ফযিলতসমূহঃ
জুমআর দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে,
যে সময় আল্লাহ তাআলা বান্দার
দোয়া কবুল করে থাকনে। মুহূর্তটি
সম্পর্কে মতভেদ থাকলেও দোয়া কবুল

হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নেই। এ
সময় সম্পর্কে ৪৩টি অভিমত পাওয়া যায়।
যার কিছু তুলে ধরা হলো-

>> ইমাম যখন খুৎবা দেন;

>> জুমআর নামাজে সুরা ফাতিহার
পর ‌আমিন` বলার সময়;

>> আসর হতে মাগরিব পর্যন্ত সময়ের
মধ্যে;

>> মুয়াজ্জিনের আজানের সময়;

>> সূর্য ঢলে পড়ার সময়;

>> ইমাম খুৎবা দেয়ার জন্য মিম্বরে
ওঠার সময়;

>> উভয় খুৎবার মধ্যবর্তী বসার সময়;

>> জুমআর দিন ফজরের আজানের সময়;

>> একেক জুমআর একেক সময়;

>> বৎসরে কোনো এক জুমআর দিনে ঐ

মুহূর্তটি রয়েছে।

গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল ফ্রী নেট টিপস পেতে
এখানে ক্লিক করুন

Exit mobile version