Site icon Trickbd.com

কত রকমের সেলফি তুলেছেন আপনি?

Unnamed

একটা সময় ছিল যখন আমাদের
ক্যামেরায় ফিল্ম ব্যবহার করা হত
এবং সেই ফিল্ম ক্যামেরাগুলোতে
একটি ছবি তোলার পরপরই আমরা
সেগুলো মুহূর্তেই দেখতে পেতাম
না! প্রথমে সেই ফিল্মের রোল শেষ
হতে হত এবং এরপর ছবিগুলো ওয়াশ
করতে দিতে হত। তারপর আমরা সেই
ছবিগুলোকে দেখতে পেতাম। মজার
বিষয় হচ্ছে তখন কিন্তু এখনকার মত
সেলফির প্রচলন ছিলোনা। হয়তোবা
দুই-একজন নিজেদের ছবি তুলত তবে
তখনও সেটা এতটাই আনকমন ছিল যার
ফলে ‘সেলফি’ টার্মটিই তখন উদ্ভব
হয়নি!
এই সেলফি বিষয়টি মূলত জনপ্রিয়তা
পেয়েছে স্মার্টফোনে ফ্রন্ট
ক্যামেরা যুক্ত হবার পর থেকেই।
স্মার্টফোনের সামনে ক্যামেরা
থাকায় নিজেই নিজের ছবি
তোলার চর্চা শুরু হয় এবং সেই
থেকেই এই ‘সেলফি’ টার্মটি পায় এত
জনপ্রিয়তা! মাঝে মাঝে সত্যিই
জানতে ইচ্ছে করে যে সর্বপ্রথম এই
সেলফি কে তুলেছিলেন!! যাই হোক,
মূল কথায় আসি। সেলফি কিন্তু শুধু
সেলফিতেই থমকে নেই! বরং
সেলফির শাখা প্রশাখাও এখন তুমুল
জনপ্রিয়। ভাবছেন, সেলফিতে আবার
শাখা প্রশাখা কি? আছেতো! একার
ছবি তুললে যেমন আমরা বলি সেলফি
তেমনি একের অধিক ফেস একটি
ফ্রেমে থাকা মানেই হচ্ছে সেটা
গ্রুপফি! এভাবে আরও আছে ডেলফি,
বার্থফি, সেলফআই, ফেলফি সহ আরও
অনেক কিছু যেগুলো হয়ত আপনি
কখনো ভাবতেও পারেননি! আর তাই
আজকের এই ছোট্ট মজার লেখায়
আপনাদের সাথে শেয়ার করব একটি
চমৎকার ইনফো-গ্রাফিকের
যেখানে আপনি পাবেন হরেক রকম
সেলফির প্রকারভেদ! এদের মাঝে
আবার কিছু এমনও দেখবেন যেগুলো
আপনার বিশ্বাসই হতে চাইবেনা,
ভাববেন, ‘ধুর ছাই, এমনও বুঝি কিছু
আছে?!’ হ্যাঁ আছে! আর সেটা প্রমাণ
করতেই প্রতিটি সেলফির
প্রকারভেদের নিচে দেয়া আছে
ইন্সটাগ্রামের লাইক সংখ্যাও!!
তাহলে দেখে নিন মজার এই
সেলফির বিভিন্ন প্রকারভেদের
ইনফো-গ্রাফিকটি!
নোট – ইনফো-গ্রাফিকটির আঁকার
কিছুটা বড় তাই যাদের নেট
কানেকশন কিছুটা ধীর গতির তাদের
স্মার্টফোনের বা কম্পিউটার
ব্রাউজারে পুরো ছবিটি প্রদর্শিত
হতে কিছুটা সময় লাগতে পারে!

গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল ফ্রী নেট টিপস পেতে
এখানে ক্লিক করুন

Exit mobile version