Site icon Trickbd.com

দুই রোজাদারের রেকর্ডময় পারফর্মে মুগ্ধ ক্রিকেট দুনিয়া

Unnamed

দুই রোজাদার ক্রিকেটার অবিশ্বাস্য পারফর্ম করেছেন। একই দেশের হয়ে খেলেছেন তারা। তাদের রেকর্ডময় পারফর্মে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। একজন ব্যাট হাতে পেয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি।

অন্যজন উইকেট শিকার করে ধস নামিয়ে
কীর্তিত্বের কাব্যনামা তুলে ধরেছেন ক্রিকেট বিশ্বে। দক্ষিণ আফ্রিকার হামিম আমলা ও ইমরান তাহিরে মেতেছে ক্রিকেট বোদ্ধারাও।

এই দুইজনেই ধার্মিক ক্রিকেটার। রোজা রেখে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ার্নার পার্কের লড়াইয়ে নামেন তারা। হাশিম আমলা সেঞ্চুরি হাঁকান দিন। অন্যদিকে বল হাতে ৭টি উইকেট শিকার করে নিজেকে নতুন রুপে প্রমাণ করেন ইমরান তাহির।

নির্বাচকরা এ দিন অবশ্য এগিয়ে রেখেছে ইমরান

তাহিরকে। ওয়েস্ট ইন্ডিজের ৭ জন মারকুটে
ব্যাটসম্যানকে আউট করায় ম্যাচ সেরা হয়েছেন
ইমরান তাহির। সর্বপরি দক্ষিণ আফ্রিকার ১৩৯ রানে জয়লাভ করার আবদান রাখার শীর্ষে রয়েছেন এই দুই মুসলিম তারকা।

দেবীর সন্তুষ্টির জন্য গরম
কয়লায় পুড়লেন পিতা-পুত্র!