আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই ?আশা করি ভালো আছেন।
এন্ড্রয়েড ফোনের জন্য দুই টা মজার apps নিয়ে আসলাম আপনাদের জন্য। যার মধ্যে এই apps টি দিয়ে আপনি আপনার কোন স্পর্শ ছাড়া আপনার ফোনে আসা কল রিসিভ করতে পারবেন। এই সফটওয়ার টি আমি symphony w30 দিয়ে চালিয়ে দেখেছি ১০০% কাজ করেছে। আসা করি আপনাদের ও কাজ করবে।
১। Air Call Accept
সেটিং:
Apps টি ইন্সটল করলে একটি আইকন দেখতে পাবেন, এটি ওপেন করলে on/off অপশন থাকবে। যদি off অপশন সিলেক্ট করা থাকে তাহলে on করে দিন।
বাঁশ কাজ শেষ,
এখন অন্য নাম্বার থেকে আপনার নাম্বাররে কল দিন এবং ফোন টি কানে ধরুন তাহলে দেখবেন কল টি অটোমেটিক রিসিভ হয়ে গেছে।
কোনো সমস্যা হলেও কমেন্টে জানাবেন।
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় টেকটিউনস এর সাথেই থাকুন।
২। Caller Name Talker
এন্ড্রয়েডের ব্যবহার দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে। তাতে মনে হচ্ছে এন্ড্রয়েডের এ্যাপস স্টোর খালি হয়ে গেল বুঝি।
এন্ড্রয়েডের বিশাল এ্যাপস ভান্ডার থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি Caller Name Talker। এই এ্যাপসটির মাধ্যমে আপনি কলারের নাম শুনার সুবিধা উপভোগ করতে পারবেন।
অবশ্য কলারের নাম এবং নাম্বার আপনার ফোনে সেভ থাকতে হবে। যাদের যাদের দরকার। তারাই শুধু নিয়ে নিন।
ডাউনলোড করতে নিচের লিঙ্ক টিতে ক্লিক করুন।
Download Here
নোটঃ আপ্স দুইটা একটি ফোল্ডারে জিপ ফাইল করে দেওয়া হয়েছে। আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করে আনজিপ করবেন তাহলে সফটওয়ার দুইটা পেয়ে যাবেন।
আরো নতুন নতুন টিপস পেতে এখানে ভিসিট করুন।
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় ট্রিকবিডি এর সাথেই থাকুন।