Site icon Trickbd.com

Wikipedia বার্ষিক সম্মেলনে ৪ জন বাংলাদেশি।

Unnamed

⬛ আগামী ২২-২৭ জুন ইতালির ইনো লারিয়ো’তে অনুষ্ঠিত হবে উইকিপিডিয়ার
১২তম বার্ষিক সম্মেলন ‘উইকিম্যানিয়া’। চলতি বছর এ সম্মেলনে যোগ দিচ্ছেন চার বাংলাদেশি তরুণ। এবারই প্রথম মূল শহরের বাইরে ইতালির পাহাড় ঘেরা গ্রাম ইনো লারিয়ো’তে অনুষ্ঠিত হতে যাচ্ছে উইকিম্যানিয়া। ইতালির মিলান শহর থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটিতে বাসিন্দার সংখ্যা মাত্র ৭৬০জন। ☺

⬛ বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী (হাছিব) এবার উইকিম্যানিয়ায় অংশ নিচ্ছে টানা তৃতীয় বারের মতো।

⬛ এর আগে তিনি লন্ডন এবং ম্যাক্সিকোতে
অনুষ্ঠিত ১০ম এবং ১১তম উইকিম্যানিয়ায়
বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন। চলতি বছর নুরুন্নবী চৌধুরী (হাছিব) ছাড়াও বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাহিদ সুলতান

দ্বিতীয় বারের মতো এবং তানভির
মোর্শেদ প্রথমবারের মতো উইকিম্যানিয়ায় যোগ দিচ্ছেন।

⬛ এছাড়া সক্রিয় উইকিপিডিয়ান প্রত্যয় ঘোষও এবার প্রথম বারের মতো যোগ দিচ্ছেন
সম্মেলনে।নুরুন্নবী চৌধুরী (হাছিব) জানান, মূলত সারা বিশ্বের উইকিপিডিয়ানদের নিয়ে প্রতিবছর অনুষ্ঠিত হয় উইকিম্যানিয়া।

⬛ অন্যবারের মতো এবারও উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ক্যাথেরিন মেহেরসহ পরিচালনা পর্ষদ সদস্য, এবং সারা বিশ্বের উইকিপিডিয়ান রা সম্মেলনে যোগ দেবেন।☺ উইকিমিডিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় সম্মেলনের মূল আয়োজন
করছে উইকিমিডিয়া ইতালি।এবারের সম্মেলনে
বাংলা উইকিপিডিয়ার নানা →কার্যক্রম তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ বিভিন্ন পরিকল্পনা নিয়েও একাধিক আয়োজনে অংশ
নেবেন।
বাংলাদেশি উইকিপিডিয়ানরা। পাশাপাশি উইকিমিডিয়া
সার্ক মিটআপেও যোগ দেবেন
অংশগ্রহণকারীরা। ☺

~সব সময় নতুন কিছু TipsWapBD.CoM এ ভিজিট~~