আমরা সবাই ইউটিউব ব্যবহার করি কিন্তু
অনেকেই এর আভ্যন্তরীণ ফিচারগুলো
জানি না। এখানে ইউটিউবের বেশ কিছু
শর্টকাট এবং ট্রিক্স দেয়া হল। আশা করি
এগুলো আপনার ইউটিউব ব্যবহারকে আরও
সহজ করে তুলবে।
১। ইউটিউব ভিডিও চলা অবস্থায় অনেকেই
ভিডিও পজ করার জন্য স্পেস বার প্রেস
করে থাকেন যার ফলে পেজটি নিচের
দিকে নেমে যায়। কিন্তু ইউটিউবের পজ
বাঁটন হল K
৩। ফুলস্ক্রিনে ভিডিও দেখার জন্য F
প্রেস করুন।
৪। J বাটন প্রেস করার মাধ্যমে আপনি ১০
সেকেন্ড পিছনে যেতে পারবেন। আর L
চাপার মাধ্যমে ১০ সেকেন্ড সামনে চলে
যাবেন।
৫। ৫ সেকেন্ড পিছনে (←) যেতে বাম
দিকের অ্যারো চাপুন আর ৫ সেকেন্ড
সামনে যেতে ডান দিকের অ্যারো (→)
(তীর চিহ্ন)।
৬। কোন ভিডিও পুনরায় শুরু থেকে দেখতে
০ (শূন্য) চাপুন।
৭। ইউটিউবে ভিডিওগুলোর ব্যপ্তিকাল
টেকনিক্যালি ৯ টি অংশে বিভক্ত হয়ে
সরাসরি ১-৯ পর্যন্ত যেকোনো বাটন চাপুন।
এতে ঐ ভিডিওর সমান ৯ অংশের নির্দিষ্ট
অংশটি প্লে হবে।