Site icon Trickbd.com

WathApp এ প্রতিদিন ১০ কোটি ভয়েস কল!!

Unnamed

ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীরা প্রতিদিন ১০ কোটিরও বেশি ভয়েস কল করছে। ফলে প্রতি সেকেন্ডে গড়ে প্রায় ১ হাজার ১০০টি কল
করছেন তারা। নিজস্ব ব্লগ পোস্টে এমন তথ্য জানিয়েছে হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় এই অ্যাপটি গতবছরের এপ্রিল মাসে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য ভয়েস কল সুবিধা চালু করে। ফলে ১ বিলিয়ন গ্রাহকের এই সেবা নতুন ফিচারটি
কতো দ্রুত গ্রহণ করেছে তা সহজেই অনুমান করা যাচ্ছে।
শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ কল সেবায় স্কাইপকে পিছনে ফেলেছে। কারণ স্কাইপের বর্তমানে প্রতিমাসে সক্রিয়
গ্রাহকের সংখ্যা মাত্র ৩০ কোটি। ফলে প্রতিদিন স্কাইপ কলের হিসাব করলে হোয়াটসঅ্যাপ অনেক এগিয়ে আছে।
শুধুমাত্র ইন্টারনেট ডেটা ব্যবহার
করে বিনামূল্যে বিশ্বের যেকোন প্রান্তের ব্যবহারকারীর সাথে ভয়েস কল সুবিধার কারণে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে ফেইসবুকের মালিকানাধীন এই মেসেজিং
সেবা।

সৌজন্য~TipsWapBD.Com