Site icon Trickbd.com

কম্পিউটারের কিছু শর্টকাট গোপনীয় ট্রিপস্-“New user Don’t miss”

Unnamed

স্বাগতম ট্রিকবিডির সকল মেম্বারদের


কম্পিউটারের ধারনা মোটামোটি সবারই আছে
তবে আমার এই ট্রিকটা নতুনদের জন্য।
চলুন এবার কাজের ধাপে চলে যাই ।।


১.


উইন্ডোজের কোন
ফাইল বা ফোলডার
ভুলে ডিলিট
করে ফেলেছেন
সাথে সাথে Ctrl+z চাপ
দিন চলে অসবে।

২.


ইন্টারনেট
এক্সপ্লোরার
অথবা মজিলা ফায়ারফক্স
ব্যবহারকারীদের ওয়েব
এড্রেস
পুরোটা লিখতে হয়না।
যেমনঃ- এড্রেস
বারে yahoo লিখে Ctrl
+Enter দিন
সয়ংক্রিয়ভাবে প্রথমে www.
এবং শেষে .com
বসে যাবে।

৩.


কোন একটা প্রোগ্রাম
ক্রেক বা সিরিয়াল সহ
ডাউনলোড
করতে চাইলে গুগল এ
গিয়ে লিখুন
“প্রোগ্রামটার নাম
warez“। যেমনঃ- winzip
warez লিখে সার্চ দিন।
এই কাজের জন্য
আমি কোন দায়িত্ব
নেবনা। নিজ
দায়িত্বে করবেন।

4.


উইন্ডোজ
এক্সপিতে একসাথে একাধিক
ফাইল রিনেম করা যায়।
Ctrl+a
দিয়ে সবগুলো ফাইল
সিলেক্ট করুন। যেকোন
একটা ফাইলের উপর রাইট
মাউস ক্লিক
করে রিনেম করুন অন্য
ফাইলগুলোও
সিরিয়ালী রিনেম
হয়ে যাবে।

৫.


উইন্ডোজে একসাথে একাধিক
ধরনের ফাইল সার্চ
করা যায়। যেমনঃ- *.mpg,
*.avi, *.mp3 লিখে সার্চ
দিন।

আশাকরি পোস্টটি সবারই উপকারে আসবে,
কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ।।

‪ধন্যবাদ সবাইকে,