Site icon Trickbd.com

ফেসবুকে ‘LoL’ তো লিখেন, জানেন এর অর্থ? জেনে নিন এমন আরো কিছু শব্দার্থ !

Unnamed

ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আমরা
অনেকেই চ্যাটিং করি। চ্যাটিং
করার সময় অনেক সংক্ষিপ্ত শব্দ পেয়ে
থাকি। এই ধরুন, ‘লোল’ অথবা ‘ওএমজি’
টাইপ কিছু শব্দ। কিন্তু এসব শব্দের অর্থ
কি? তা কি আদৌ আমরা জানি?
হয় তো বা ‘লোল’, ‘ওএমজি’ এই শব্দ দু’টির
পুরো মিনিং আমরা ইতিমধ্যে জেনে
গেছি। ‘লোল’ মানে যে লাফ আউট
লাউড, আর ‘ওএমজি’ মানে ও মাই গড।
কিন্তু এর বাইরে যেসব আছে! তা কি
জানেন? তাহলে আসুন, এমনই কিছু
সংক্ষিপ্ত শব্দর অর্থ জেনে নিই?

১। এলএমআইআরএল (LMIRL): লেটস মিট ইন
রিয়্যাল লাইফ (চ্যাটের গণ্ডি ছেড়ে

চলো, বাস্তব জীবনে একদিন দেখা
করি)।
২। এলএইট (L8): লেট (দেরি)।
৩। এলএমবিও(LMBO): লাফিং মাই বাট অফ
(হাসতে হাসতে পিছন খুলে যাচ্ছে)।
৪। এলএমকে (LMK) : লেট মি নো (আমাকে
জানাও)।
৫। আরএল (RL) : রিয়্যাল লাইফ
(বাস্তব জীবনে)।
৬। আরওএফএল (RFLO):
রোলিং অন দা ফ্লোর লাফিং
(হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি
খাচ্ছি)।
৭। ওয়ানফোরথ্রি (143): আই
লাভ ইয়ু।
৮। এফএন (FN): বাই ফর নাও
( এখনকার মতো চলি)।
৯। বিআরবি(BRB):
বি রাইট ব্যাক (এক্ষুণি আসছি)।
১০। বিটিডাব্লিউ(BTW): বাই দা ওয়ে
১১। সিটিএন(CTN): ক্যান্ট টক নাউ (এখন কথা
বলতে পারছি না)।
১২। জিবি (GB): গুড বাই।
১৩। জিএলএইচএফ (GLHF): গুড লাক,
হ্যাভ ফান (ভাল থাকো, সুখে থাকো)।
১৪। জিটিজি (GTG): গট টু গো (যেতে হবে)।
১৫। বিওএল বা বোল (BOL): বি অন
লেটার (পরে অনলাইন হয়ো)।

★★ফেসবুকে আমি★★