Site icon Trickbd.com

মাত্র ২ ভাবে চিনবেন কোন সাইট স্ক্যাম আর কোন সাইট টাকা পেইড করে?

Unnamed

আমি নিজে পিটিসি চালাইনা, আগে চালাইতাম, ধরা পড়তে পড়তে এখন ধরার কিছু নাই,, পিচ্ছিল হয়ে গেছি কিছুটা তাই অন্যত্র ডিজাইন এর কাজ করি। যাহোক এটি ১ উপায় যাতে বুঝবেন PTC টি বিদায়ের সময় (click)

কোন সাইট ভুয়া কোনটা পেমেন্ট দেয় তা বুঝার
অনেক উপায় আছে তার ভেতর মাত্র ২ টি লিখলাম। এ ২ টিতে ১০০% শিওর হবেন কে ভুয়া আর কে ঠিক? ১ম উপায় ছবি দেখুন: গতকালের এক ভাইয়ার টিউনের সাইট দেখুন বর্তমান অবস্থা ভুয়া/স্ক্যাম–

♦ যেভাবে জানতে পারেন :

===== ১. গুগল সার্স দিয়ে।।
লিখবেন “scam site list” অথবা টিউনে থাকা সেই সাইটের নাম লিখে সার্স করে।. যেমন কেউ লিখলো (join revenushare and earn money). আপনি গুগলে গিয়ে লিখবেন “revenushare scam”. রেসাল্ট এ পাওয়া যে সাইটে ঢুকবেন ঢুকে ব্রাউজার এর অপশন থেকে find in page করেন।

====== ২. সেই সাইটে FORUM অংশ .
এটার চেয়ে ভালো উপায় আর নেই আমার ৭ বছরের অভিজ্ঞতায়। হাফ ধরা খেয়ে খেয়ে জ্ঞান হয়েছে (গল্প পরে বলছি)…

মনে রাখবেন কোন পেইড সাইটে কখনোও ফোরাম অফ থাকেনা, ডেইলি আপডেট হয় পোস্ট হয়। টাকা না দিলে এডমিন রা নেগেটিভ কমেন্টের ভয়ে ফোরামে টপিক লিখতে দেয়না। পে করতো যখন সেই সময়ের গুলাই থাকে।

ভাবছেন আপডেট তারিখ দেখে বুঝবেন? নাহ ওই দিন শেষ। আমি নিজে এমন বোকামি করেছিলাম একবার। ফোরাম পড়তাম না। দেখতাম তারিখ today, yesterday etc.বাট এডমিন অই তারিখ কোনভাবে এডিট করতো। দেখলাম ৭ দিন আগেও যা লিখা আজও তাই একই ইউজারের। ইউজার ৩ মাস অফলাইন!!!!!!! => একই ভাবে সব সাইটের ফেসবুক পেজ থাকে অফিসিয়াল পেজ। ভুয়া সাইটের ফেবু পেজ পোস্টে কমেন্টস দেখলেই সব পরিস্কার হয়ে যাবে।

৩. আরেকটা উপায় আছে তাও বলে দিই www.who.is কিন্তু এই উপায়টা ১০০% শিউর হতে পারবেন না। আমি পারিনা কারণ পেইড সাইট ও এরা এক্সপায়ার্ড দেখায়।

আর সব ভুয়া সাইটের ডিজাইনে মিল থাকে।

Thank you: সৌজন্যে— Religious Blogger ® ঘুরে দেখলে কাজ দিবে