Site icon Trickbd.com

ঈদ এর সেরা কিছু এস এম এস সবার জন্য

Unnamed

যেদিন দেখব ঈদের চাঁদ, খুশি মনে কাটবে রাত। নতুন
সাজে সাজব আজ, আজ হলো ঈদের দিন আনন্দে কাটবে
সারাদিন। ঈদ বোবারক?

2. চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়, নতুন চাঁদের
আলো এসে পড়ল সবার গায় । ঈদ মোবারাক?

3. ঈদের দাওয়াত তোমার তরে, আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত, না করলে পাবো আঘাত। তখন
কিন্তু দেবো আড়ি, যাবো না আর তোমার বাড়ি। ঈদ
মোবারক সবাই কে ঈদের অভিনন্দন?

4. ঈদ আনে বস্তা ভর্তি খুশি, তাই তুমি খেয়ো পেট পুরে
পোলাও আর খাশি। তাই বলে ঈদ কখনো হবে না বাসি, ঈদ

মোবারক।?

5. রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে । খুশির
হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে । সাজবে
সবায় নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক । “ঈদ
মোবারক”

6. পড়েছে আজ চাঁদের নজর,তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।_____ঈদ মোবারক____?

7. শুভ রজনী, শুভ দিন,রাত পরোলেই ঈদের দিন। উপভোগ
করবে সারাদিন,ঈদ পাবে না প্রতিদিন।দাওয়াত রইলো
ঈদের দিন।“ঈদ মোবারক”

8. ফুল সুভাষ দেয়, দৃষ্টি মণ চুরি করে, খুশি আমাদের হাসায়,
দুঃখ আমাদের কাদায়, আর আমার এই এস এম এস তোমাকে
ঈদের সুভেছ্ছা জানায়, “ঈদ মোবারক”

9. রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে |খুশির
হাওয়া লাগলো মনে,নাচবে খুকি ক্ষণে ক্ষণে | সাজবে

সবায় নতুন পোশাক,ঈদ যেন সারা জীবন রয়ে যাক | “ঈদ
মোবারক”

10. আজ খুশির বাধ বেঙেছে ।উঠছে ঈদের চাদ ।গুম নাইরে
গুম নাইরে আজ সারা রাত ।গাছে গাছে নতুন কলি ফুটবে
এবার ফুল ।সবার জন্য রইল আমার ঈদের আমন্তন ।ঈদ মোবারক

সৌজন্য আমার সাইট

Exit mobile version