টাইগার শিবিরে বেশে ওলটপালটই
হয়েছে। বিসিবির
চুক্তিতে এসেছে নতুন মুখ, আবার বাদ
দেয়া
হয়েছে কয়েকজনকে। সিনিয়র
ক্রিকেটার আবদুর
রাজ্জাক দলে জায়গা না পেলেও
এতদিন বিসিবি তাকে
বেতন ভাতা দিয়েছে। এ
তালিকায় ছিলেন রবিউল
ইসলাম ও সোহাগ গাজীও।
কিন্তু চুক্তির পরিসর বাড়ানো ও
নতুনদের সুযোগ
দেয়ায় বাদ দেয়া হয়েছে তাদের।
ওই তিন জনের
পরিবর্তে নতুন করে চুক্তি সম্পাদন
করেছেন
তাইজুল ইসলাম, আল আমিন ও
নির্ধারিত ডি ক্যাটাগরির
হিসাবে মাসে ৬০ হাজার করে
পাবেন তারা। মুমিনুল হক ও এনামুল
হক বিজয় বেতন
পাবেন সি ক্যাটাগরিতে অর্থাৎ
৯০ হাজার টাকা তাদের
মাসিক বেতন।
নতুন চুক্তিতে ইমরুল, রুবেল হোসেন,
নাসির
হোসেন ও শফিউল পাবেন ‘বি’
ক্যাটাগরিতে
বেতন ১ লাখ ২০ হাজার টাকা।
একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ
এ ক্যাটাগরিতে ১ লাখ ৭০ হাজার
টাকা করে পাবেন।
বিসিবির এ+ ক্যাটাগরিতে
মাশরাফি বিন মর্তুজা, ওয়ানডে
সহ-অধিনায়ক সাকিব আল হাসান,
টেস্ট অধিনায়ক
মুশফিকুর রহিম ও টেস্ট সহ-অধিনায়ক
তামিম ইকবাল ২
চুক্তিতে তারা একই
পরিমান বেতন পাবেন।
বিসিবির প্রধান নির্বাহী
কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী
সুজন জানান, আমাদের কিছু এজেন্ড
রয়েছে।
আপাতত বেতন কাঠমো এমনই থাকছে।
বিসিবির
পরবর্তী মিটিংয়ে এ নিয়ে
আলোচনা হবে বলেও
জানান তিনি।