Site icon Trickbd.com

অপরাধ দমনে র‍্যাব কে সাহায্য করুন ‘রিপোর্ট টু র‌্যাব’ অ্যাপ্স দিয়ে!

Report to RAB

অপরাধ দমনে ‘রিপোর্ট টু র‌্যাব’

অপরাধ দমনে ‘রিপোর্ট টু র‌্যাব’ নামে নতুন একটি অ্যাপ্লিকেশন চালু করেছে এলিট ফোর্স র‌্যাপিট অ্যাকশন
ব্যাটালিয়ন (র‌্যাব)।

রিপোর্ট টু র‌্যাব মোবাইল অ্যাপসটি তৈরি হয়েছে মূলত সাধারণ নাগরিকদের পাঠানো
অপরাধসংক্রান্ত তথ্যের মাধ্যমে অপরাধ দমন ও প্রতিরোধে সহায়তার জন্য। অ্যাপসটির মাধ্যমে সাধারণ জনগণ বিভিন্ন
অপরাধ ও এ-সংক্রান্ত যাবতীয় তথ্য ও স্থিরচিত্র পাঠিয়ে র‌্যাবকে সহায়তা করতে পারেন। র‌্যাবের সার্ভার স্বয়ংক্রিয়ভাবে এসব
তথ্য সংশ্লিষ্ট র‌্যাব ব্যাটালিয়নে পৌঁছে দেবে।

যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী এ অ্যাপ্লিকেশনের মাধ্যমে জঙ্গি, সন্ত্রাসী, সোশ্যাল মিডিয়া ওয়াচ, মিসিং পারসন ইনফরমেশন, খুন, ডাকাতি, মাদক, অপহরণসহ অন্যান্য বিষয়ে ক্যাটাগরি অনুযায়ী তথ্য প্রদান করতে পারবেন।

এই আপসের উপকারিতা সম্পর্কে বলা হয়, অনেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য প্রদানে বিড়ম্বনা হবে ভেবে তথ্য
প্রদানে নিরুৎসাহিত বোধ করেন। অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে এ ধরনের মনোভাব দূর হবে।

তিনি জানান, অ্যাপসটির মাধ্যমে ব্যবহারকারী তার নাম পরিচয় গোপন রেখে তথ্য প্রদান করতে পারবেন। তবে তথ্যদাতা চাইলে তার পরিচয় প্রকাশেরও সুযোগ রয়েছে।

এছাড়াও এই এপ এ পাওয়া যাবে সকল র‍্যাবের মোবাইল নাম্বর –

নাগরিকদের দেওয়া তথ্যের বিত্তিতে র‌্যাব ফোর্স স্বল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

‘শুধু তাই নয়, অ্যাপসটি ব্যবহার করে সাধারণ নাগরিকরাও অনেক উপকৃত হবেন। খুব সহজে র‌্যাবকে যেকোনো তথ্য প্রদান করা যাবে। যেকোনো স্থান থেকে তাৎক্ষণিকভাবে র‌্যাবকে তথ্য দেওয়া সম্ভব হবে। অনেকে বিড়ম্বনা হবে ভেবে আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদানে নিরুৎসাহী হন। কিন্তু এ অ্যাপসের মাধ্যমে এ ধরনের মনোভাব জনগণের মধ্য থেকে দূর হবে’।

ডাউনলোডঃ
Play Store: এখান থেকে 
TorBD: এখান থেকে
আপরাধ দমনে র‍্যাবকে সাহায্য করা আপনার-আমার কর্তব্য ।