শিশুটির বয়স মাত্র তিন মাস৷ তার
যে বোধবুদ্ধি নেই তা বোধহয়
বুঝল না মা৷ আর তাই শিশুটির
একটানা ঘ্যানঘ্যান করার
শাস্তি দিল৷ যেমন তেমন শাস্তি
নয়৷ একেবারে প্রাণে মেরে
ফেলল নিজের সন্তানকে৷
আমেরিকার উইসকনসিনে ঘটল এই
মর্মান্তিক ঘটনা৷ ৩১ বছর বয়সের
রিনায়ে বেল্লিস তার তিন
মাসের শিশুটিকে কান্নাকাটি
গিয়েছে, ওই মহিলা সন্তানকে
ক্রমাগত কাঁদতে থাকার
অপরাধে পেটাতে শুরু করে৷
বেদম প্রহারে শিশুটির মৃত্যু হয়৷
পুলিশের তরফে জানানো
হয়েছে, ঘটনার পরদিন
ভোরবেলা তারা বেল্লিসের
বাড়ি থেকে মৃত শিশুর দেহটি
উদ্ধার করে৷ বেল্লিসকেও
গ্রেফতার করা হয়৷
জেরায় বেল্লিস জানিয়েছে, “দুধ
খাওয়ানোর সময় শিশুটি ক্রমাগত
কেঁদে চলেছিল৷ বিরক্ত হয়েই সে
তাই শিশুটিকে আঘাত করে৷”
ময়নাতদন্তে শিশুটির মাথা,
আঘাতের চিহ্ন রয়েছে
ধন্যবাদ
তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।
…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.