Site icon Trickbd.com

ফ্রি ওয়াইফাই কি ব্যবহার করা উচিত?

Unnamed



পাবলিক ওয়াইফাইয়ের
মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট
পাওয়া গেলেও তা ব্যবহারের
আগে আপনার ডিভাইসের
নিরাপত্তার বিষয়টি সবার
আগে জেনে নেওয়া উচিত।
.
এজন্য মনে রাখতে হবে বিমান
বন্দর, রেল স্টেশন কিংবা অন্য
যে কোনো স্থানে ওয়াইফাই
ইন্টারনেট ব্যবহার করা হলে
সেখান থেকে হ্যাকাররা
আপনার অনলাইন কার্যক্রমের ওপর
নজরদারি করতে পারে। এ
কারণে আপনার উচিত হবে
গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে প্রবেশ না
করা।
.
অর্থাৎ সাধারণ
ওয়েবসাইটে প্রবেশ করলেও
সেখান থেকে আপনার গুরুত্বপূর্ণ
তথ্য যেন প্রকাশিত না হয়। তাই
পাবলিক ওয়াইফাইতে
পাসওয়ার্ড দেওয়া এড়িয়ে
যেতে হবে। যে সাইটে ঢোকার
জন্য ইউজারনেম ও পাসওয়ার্ড
ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার
না করাই ভালো। ব্যাংকের
অ্যাকাউন্ট কিংবা গুরুত্বপূর্ণ
মেইল অ্যাকাউন্টও ওপেন করা
উচিত নয়।


ধন্যবাদ

ফেসবুকে আমি

তথ্য প্রযুক্তি সেবায় আপনাদের পাশে