Site icon Trickbd.com

আজ অনেক ইচ্ছে করলো ট্রিকবিডিতে ধাধাঁ সেয়ার করতে তাই করলাম, ধাধাঁ পারলে বলুন

Unnamed

ধাধাঁ পারলে বলুন…….

প্রথমেই বলুন আপনার মাথা কোন দিকে ঘুরছে

ধাধাঁ (১)

পানিতে জন্ম,পানিতে বাস,পানিতে গেলেই
স্বর্বনাশ!!!
একটু চেষ্টা করে দেখুন___!!
উওরঃ ২ দিন পর দিব

ধাধাঁ (২)

একটি
মেয়ে বলছে যাকে আমি আনতে গেলাম তাকে
দেখে ফিরে এলাম। সে যখন চলে গেলো

তাকেই আবার নিয়ে এলাম। বলুনতো মেয়েটি
কি আনতে গিয়ে ছিলো??
উওরঃ বৃষ্টি,মেঘ

ধাধাঁ (৩)

থোকা থোকা সাদা ফুল ফোটে রাত্তিরে,
সুবাসেই প্রাণ ভরে ভোরে ঝড়ে পড়ে। –এই
ধাধার উত্তর কি হবে?
উওরঃ ২ দিন পরে দিব

ধাধাঁ (৪)

হাত নাই পাও নাই রসিক নাগর
অনায়াসে পার হয় অকুল সাগর।
উওরঃ সাপ

ধাধাঁ (৫)

আমি তুমি একজন দেখিতে এক রুপ,
আমি কত কথা কই তুমি কেন থাক চুপ।
উওরঃ ছ দিয়ে হবে

ধাধাঁ (৬)

শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়
উওরঃ ৭০% লোক জানেন
পোষ্টি পরিবার জন্য ধন্যবাদ ভাল থাকবেন
আল্প মৃল্যে ওয়াপ সাইট বানান

Exit mobile version