ফেসবুকে যেভাবে ‘লাইভে’ যাবেন , (যারা জানেন না, তারা দেখুন)
Tajik Ahsan
সাধারণত নামিদামি
তারকারা অ্যান্ড্রয়েড ফোনের
মাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি
যুক্ত হন ফেসবুকের জনপ্রিয় ফিচার
‘গো লাইভ’ -এ। কিন্তু আপনি যদি
মহাতারকা নাও হন তবুও আপনার
বন্ধুদের সঙ্গে লাইভ ভিডিওতে
যোগাযোগ করতে পারেন। কিন্তু
কীভাবে?
.
.
★যেভাবে আপনি ফেসবুকে গো
লাইভ করবেনঃ-
.
→ফেসবুকে আপনি
যেভাবে একটি স্ট্যাটাস
আপডেট করেন তেমনিভাবেই
‘পোস্ট’ অপশনটিতে যান।
.
→ দেখবেন ক্যামেরা, চেক ইন,
ফিলিং/অ্যাক্টিভিটি, ট্যাগ,
লোকেশন বাটনগুলোর পাশে
আরেকটি বাটন আছে।
(এটাই ‘লাইভ’ বাটন। এই বাটনে ক্লিক
করুন।)
.
→এখন নতুন একটি ইন্টারফেস
আসবে। ক্যামেরা অন হয়ে
যাবে।
.
→কানেকশন সম্পন্ন হলে
আপনার লাইভ ভিডিওর জন্য কোন
ক্যপশন দিন।
.
→প্রয়োজন মনে করলে প্রাইভেসি
ট্যাবে ক্লিক করে ভিউয়ার্স
ঠিক করুন।
.
→এরপর ‘গো লাইভ’
বাটনে ক্লিক করে লাইভ হয়ে
যান।