মেসেঞ্জার প্লাটফর্ম নিয়ে
আবারো নতুন পরীক্ষা-নিরীক্ষা
শুরু করেছে ফেসবুক। বাজফিড
নিউজ তাদের এক প্রতিবেদনে
জানায়, ফেসবুকে বন্ধুতালিকায়
না থাকলেও অন্যদের সঙ্গে
মেসেঞ্জারের মাধ্যমে
যোগাযোগ করতে পারবেন
আপনি। আর এ নিয়েই কাজ করছে
ফেসবুক।
.
.
মেসেঞ্জারের নতুন এ ফিচারের
মাধ্যমে অ্যাপটির ব্যবহারে
একে অন্যের সঙ্গে যোগাযোগ
করতে পারবেন। ফেসবুকে বন্ধু না
বানিয়েও এ কাজটি ঘটানো
যাবে।
অবশ্য বিশেষায়িত ফরমেটে এ
সুযোগ ইতিমধ্যে প্রদান করছে
ফেসবুক। ফেসবুকে বন্ধু নন এমন কেউ
মেসেজ করলে তার
নোটিফিকেশন আসে। এই
মেসেজগুলো ‘আদার’ ইনবক্সে
জমা হয়। চাইলে এদের সঙ্গে
মেসেজ আদান-প্রদান করা যায়।
তবে মেসেজগুলো স্ট্যান্ডার্ড
ইনবক্সে ফিল্টার হয়ে আসে।
.
.
নতুন ফিচার মূলত একই সুবিধা
দেবে। তবে সরাসরি
যোগাযোগের সুযোগ থাকছে।
যে কেউ আপনাকে সরাসরি
মেসেজ পাঠাতে পারবেন
সংযোগ ছাড়াই। এটাকে
সংযোগ ছাড়াই যোগাযোগের
ব্যবস্থা বলে মনে করা যায়।