অ্যান্ড্রয়েডের নয়া ভার্সান
অ্যান্ড্রয়েড ৭.০ Nougat বা
অ্যান্ড্রয়েড N ইতোমধ্যেই সাড়া
ফেলে দিয়েছে টেক-বিশ্বে।
অ্যান্ড্রয়েড ফোনের একেবারে
সাম্প্রতিক OS অ্যান্ড্রয়েড N
ব্যবহারও শুরু করে দিয়েছে
স্যামসাং, এলজি-র মোবাইল
সংস্থাগুলি।
.
কোথায় অভিনবত্ব
অ্যান্ড্রয়েড N-এর?
.
.
এই ভার্সানটির ৮টি ফিচারের
সঙ্গে পরিচিত হওয়া যাক।
.
★★ অ্যান্ড্রয়েড N-এ ব্যবহারকারীরা
দু’টি অ্যাপ একসঙ্গে খুলতে
পারবেন। স্প্লিট স্ক্রিন করে।
যেমন, অ্যান্ড্রয়েড N-এ আপনি টুইট
করতে করতে ইউটিউবে কোনও
ভিডিয়ো দেখতে পারেন, একই
সঙ্গে।
.
★★ এই ভার্সানে কুইক সেটিংস আরও
বেশি করে ব্যবহার করতে
পারবেন। একটা কুইক সেটিংস
স্ক্রিনে একসঙ্গে ৯টি টগল
রাখতে পারবেন।
.
★★ গুগল কি-বোর্ডেও যুক্ত হচ্ছে নয়া
ফিচার। অ্যান্ড্রয়েড N
ব্যবহারকারীরা কি-বোর্ডে নতুন
থিম, বর্ডার, নানা রং ব্যবহার
করতে পারবেন।
এছাড়াও নতুন
ইমোজি থাকছে, যেগুলি
ইউনিকোড ৯ সার্টিফায়েড।
.
.
★★ অ্যান্ড্রয়েড N-এ যে কোনও
চ্যাট-এ সরাসরি উত্তর দেওয়া
যাবে। যা আপাতত অ্যান্ড্রয়েড
মার্শমেলো-তে পাওয়া যায়।
.
★★ ফোনের স্ক্রিন টার্নড অফ
থাকলেও Doze কাজ করবে। ফলে
ব্যাটারি লাইফ আরও বাড়বে।
.
.
★★ কোনও অ্যাপ ব্যবহার করতে করতে
আগের ব্যবহৃত অ্যাপ-টি ব্যবহার
করতে হলে, স্রেফ ডাবল টাচ
করলেই পাওয়া যাবে।
.
.
★★ ডায়ালার, হ্যাংআউটস,
মেসেঞ্জারের মতো অ্যাপগুলি
ব্যবহার করে খুব সহজেই একেবারে
সিস্টেম লেভেলে ব্লক করা
যাবে যে কোনও ফোন নম্বর।
Doze নামক ফিচারটি
অ্যান্ড্রয়েড মার্শমেলো-তে
রয়েছে। অ্যান্ড্রয়েড N-এ
ফিচারটিতে আরও সুবিধা যোগ
করা হয়েছে।
.
★★ লকস্ক্রিনেও থাকবে
চিকিত্সাজনীত জরুরি
পরিষেবার সব নম্বর।
ধন্যবাদ
তথ্য প্রযুক্তি সেবায় আপনাদের পাশে