আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন।
আজ আপনাদের সাথে একটি ফানি সফটওয়্যার শেয়ার করব। সফটওয়্যারটির নাম Talking key। কেমন হয় যদি আপনি আপনার কীবোর্ড কোনদিন কথা বলতে শুরু করে? ঘাবড়াবেন না। সফটওয়্যারটি ইন্সটল করলে আপনি কীবোর্ড হতে যে কী চাপবেন সে কীটি উচ্চারণ করে বলে দেবে। সফটওয়্যারটি মজার হলেও এটি সব থেকে বেশি উপকারে আসবে অন্ধ বা কম দৃষ্টি সম্পন্ন ব্যবহারকারীদের এবং ছোট বাচ্চাদের শিখতে কাজে লাগবে। তাই এক্ষুনি ডাউনলোড করে সংরক্ষণে রাখুণ এই মজার সফটওয়্যারটি। পরে কাজে লাগতে পারে।
সাইজ মাত্র ৬৮৪ কেবি
[ডাউনলোড করতে UC বা Firefox ব্রাউজার ব্যবহার করুন। ডাউনলোড পেজে গিয়ে Slow Download দেন তারপর ডাউনলোড পেজে কিছুক্ষন অপেক্ষা করুন তারপর Download এর নিচে টিক চিন্হটিতে ক্লিক করে তা উটিয়ে দিয়ে Download করুন ]
কোন সমস্যা হলে কমেন্টে জানান।
সবাই ভাল থাকবেন।ট্রিকবিডি এর সাথেই থাকবেন।