Site icon Trickbd.com

মুভি কালেকশন (পর্ব ~ ১০) – “Rustom” Movie Download | অসাধারন মুভি “রুস্তম”!!! ডাউনলোড করে নিন।

Unnamed

একটা কথা সকলের উদ্দেশ্যে বলতে চাই যে, আমার এই একটি পোষ্ট করতে যতো কষ্ট হয় অন্য কোনো পোষ্টে এত কষ্ট হয় না। তাই সবার কাছে অনুরোধ আপনার মূল্যবান কমেন্ট টি করবেন। এতে আমার আগ্রহ বারবে।

আর হ্যা, আমার FullyMovies.in সাইট টা আপনার ব্রাউজার এ বুক মার্ক করবেন প্লিজ। নিচে মুভি এর ডাউনলোড লিংক দিলাম।

» Download Rustom Full Movie

দেখলাম Akshay Kumar অভিনীত, Tinu Suresh
Desai পরিচালিত ও Neeraj Pandey প্রযোজিত হিন্দি
সিনেমা Rustom । ১৯৫৯ সালের একটি সত্য ঘটনা
থেকে অনুপ্রানিত সিনেমাটি নির্মাণে ।

প্লটঃ ভারতীয় নেভী কমান্ডার রুস্তম পাভরী
(অক্ষয় কুমার) প্রেম করে বিয়ে করেন
সুন্দরী ও গ্লামারাস গার্ল সিনথিয়া পাভরীকে
(মিসেস রুস্তম/ইলিনিয়া ডি’ক্রুজ) । বিয়ের পর
তাদের দাম্পত্য জীবন খুব সুখ ও স্বাচ্ছন্দের
মধ্য দিয়েই যাচ্ছিলো । কিন্তু কিছুকাল পরে
রুস্তমের লন্ডনে যেতে হয় বছরখানিকের
জন্য । এদিকে লন্ডনে যাওয়ার পর রুস্তমের
স্ত্রীও হয়ে পড়েন একা । কিন্তু তার একাকিত্ব
ঘুচাতে সঙ্গী হয়ে তার পাশে এসে দাড়ান
প্রীতি মাখিজা ও ভিক্রম মাখিজা দুইভাইবোন । শুরু
হলো তাদের সাথে গল্প করা, আড্ডা দেওয়া,
বিভিন্ন পার্টি করা । এভাবেই তাদের সাথে একপ্রকার
অন্তরঙ্গ হয়ে পড়ে মিসেস রুস্তম পাভরী ।

এভাবে দিন যেতে যেতে তারও ভিক্রমের
প্রতি ভালো লাগার জন্ম হয় । তারপর শুরু হয়
তাদের কাছে আসার গল্প । একদিন ভিক্রম এসে
সিনথিয়াকে নিয়ে যান । ওইদিন আর বাসায়ও ফিরেন না
মিসেস রুস্তম । এদিকে রুস্তমের বছরখানিক না
যেতেই ছয়মাস পর তাকে ফিরে আসতে হয়
ভারত অভিমুখে । তাই রুস্তম তার স্ত্রীকে
সারপ্রাইজ দেওয়ার জন্য না বলেই চলে আসেন
বাসায় কিন্তু এসে শুনতে পান তার স্ত্রী
আগেরদিন দিনই বের হয়ে গেছেন আর
ফেরেন নি । রুস্তম তার বান্ধবী প্রীতির কাছে
ফোন করেন কিন্তু শুনতে পান সে ওখানে
নেই । চিন্তা করতে থাকেন আর ঠিক এই সময়ই
সে বিছানার পাশে একটি ফুলের তোড়া দেখতে

পান এবং দেখেন তোড়ার মধ্যকার একটি কাগজে
লেখা “waiting” । পরবর্তীতে সে আরো
খোজাখুজির পর আরো কিছু চিঠি পান এবং
সেইসাথে একটি ছবিও পান ভিক্রমের । তখন আর
তার বুঝতে বাকী থাকে না তার স্ত্রী প্রেম
করছেন তারই বন্ধু ভিক্রমের সঙ্গে ।

পরবর্তীতে রুস্তম ইন্ডিয়ান নেভি ক্যাম্প
থেকে একটি রিভলবার নিয়ে চলে যান ভিক্রমের
বাসায় । সেখানেই তিনি পরপর তিনটা গুলি করে হত্যা
করেন ভিক্রমকে । কি, খুব পরিচিত এবং সাধারন
কাহিনী মনে হচ্ছে? তাহলে বলবো আপনি ভুল
করছেন । আরেকটু বসুন; দেখতে থাকুন । কারন
এখান থেকেই বিভিন্ন রহস্যের উন্মোচন হয়
আর তার খোলাসাও হয় খুবই চমকপ্রদভাবে ।

অত্যন্ত সুন্দর ও বাস্তবিকভাবেই এগিয়ে যায়
সিনেমার গল্প । আমি বিশ্বাস করি সিনেমার কাহিনী
আপনার অবশ্যই ভালো লাগবে । আর এর গল্প
জানতে আপনাকে দেখতে হবে সিনেমাটি ।
আমাকে যদি বলা হয় সিনেমাটি আপনার কেমন
লেগেছে? আমি এককথায় এবং নির্দিধায় উত্তর
দিবো ‘অসাধারন’ । সেটা গল্পে, অভিনয়ে,
মিউজিকে কিংবা ভিডিও সম্পাদনায় যাতেই হোক না
কেন, এককথায় ‘অনন্যসাধারন’ । পরিচালক ‘টিনু
সুরেস দেসাই’ অত্যন্ত সূক্ষ্মভাবে তার পরিচালনার
কাজ করার চেষ্টা করেছেন । আর এই ব্যাপারে
আমার মতে তিনি সার্থক । ধন্যবাদ জানাই ‘ভিপুল কে
রাওয়াল’কেও । খুব সুন্দর টুইষ্টেভরা একটি গল্প
লেখার জন্য । যা দর্শকদের মন জয় করেছে
নিমেষেই । অত্যন্ত আমি এক বসায় গোগ্রাসে
গিলেছি বলা চলে সিনেমাটি । অক্ষয় খুবই সুন্দর
অভিনয় করেছে । তার কথা বলা, তার দেহভঙ্গিমা,
তার গাম্ভীর্য্য ছিলো খুবই নজরকাড়া । কে
বলবে এই সে Phir Hera Pheri Movie কিংবা
Housefull সিনেমার অক্ষয়? তার প্রতিটি ডায়লগ,
এক্সপ্রেশন, লুক তার ব্যক্তিত্বকে ছাপিয়ে
গেছে । সত্যিই মনে হয় এক জাদরেল নৌ
কমান্ডার তিনি । তার কাছে তার স্ত্রীর সম্মান মানে
তার নিজেরও সম্মান । অন্যায় ও অপরাধের পরও
তিনি তার স্ত্রীকে সম্মানের সহিত যেই
ব্যবহারগুলো দেখিয়েছেন তাতে করে তার

উদার মানষিকতারই বহিঃপ্রকাশ ঘটেছে । Special
Chabbis ও Baby -এর পর নীরাজ ও অক্ষয়
আরেকটি স্বরনীয় সিনেমা Rustomউপহার দিলো
এই জুটি । যদিও নীরাজ এই সিনেমার প্রডিওসার
ছিলেন । তবুও কেন যেন মনে হচ্ছে,
নীরাজের Protagonist গুলো একটু বেশি
মেধাসম্পন্ন ও সুক্ষ্মবুদ্ধিসম্পন্ন হয় যা দর্শকের
ভালো লাগে খুব । যার পরিচয় পূর্বের
সিনেমাগুলোতেও দেখা গেছে । সিনথিয়া
পাভরীও খুব ভালো অভিনয় করেছে । তার
গ্লামারের পাশাপাশি অপরাধী অপরাধী লুকটাও
ছিলো হৃদয়ছুয়ে যাওয়ার মতো । অপরদিকে
প্রীতি মাখিজা, ভিক্রম, পুলিশ, সাংবাদিক, জজ সবাই খুবই
ভাল অভিনয় করেছেন । যার যার অবস্থান থেকে
তারা সবাই তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা
করেছেন । অসাধারন অভিনয় ছিলো তাদের
সকলের । ব্যাকগ্রাউন্ড মিউজিকের বেলায়
বলবো, একটি খুব ভালো সিনেমা হতে হলে
তিনটি বিষয় খুবই দরকার । যেমন, কাহিনী, অভিনয়
আর মিউজিক । আর রুস্তমে এই তিনটিরই মিশ্রণ
আনুপাতিকভাবে এতই সুন্দর হয়েছে যে, অসাধারন
হয়েছে সিনেমাটি । যাদের দেখার সুযোগ
রয়েছে তারা দেখতে পারেন । আশা করছি
ভালো লাগবে ।

ভালোলাগার ডায়লগঃ “Vikram deserve to die and I
don’t deserve to be punished”
আমার রেটিং 9/10*

সবশেষে রুস্তম টিমকে জানাই অনেক অনেক
শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এত সুন্দর একটি
সিনেমা উপহার দেওয়ার জন্য ।