Site icon Trickbd.com

কোন ঝামেলা ছারায় অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিন রেকর্ড করুন [Root+Unroot]

Unnamed

আমি যতদুর দেখেছি, অ্যান্ড্রয়েডে
স্ক্রিন রেকর্ডার প্লে স্টোরে অনেক আছে
কিন্তু কাজের রেকর্ডার কম। যদিও সার্চ
করলে রেকর্ডারের অভাব নেই কিন্তু এগুলোর
রেটিং দেখবেন অনেক খারাপ কারন ঠিকমত
কাজ করে না। আর যেগুলোর রেটিংভালো
মানে কাজ করে সেগুলো হয় পেইড অথবা রুট
পারমিশন চায়।
আমি অনেক অ্যান্ড্রয়েড ফোন চালালেও
কখনও রুট করিনা। রুট কনসেপ্টটা আমার খুব
একটা পছন্দ না। কারন রুট করলে ওয়ারেন্টি
ভয়েড হয়ে যায় এবং ফোনের ক্ষতি হতে
পারে, যাই হোক, কাজের কথায় আসি। আপনার
ফোন যত কমদামি হোক আর যত বেশী দামি
হোক, ‍স্ক্রিন রেকর্ডিং এর জন্য সব থেকে
ভালো হয় যদি আপনার ফোনে বিল্ট ইন স্ক্রিন
রেকর্ডার থাকে। ‍আমি বর্তমানে ব্যবহার
করছি এক্সপেরিয়া এম ফোর অ্যাকুয়া যার
ভিতর বিল্ট ইন স্ক্রিন রেকর্ডার আছে।
কিন্তু আপনার ফোনে না থাকলে কি করবেন?
আজ এমন একটা সফটওয়্যারের রিভিও দিব
যেটা ব্যবহার করে কোন রুট ছাড়াই
অ্যান্ড্রয়েডে ‍স্ক্রিন রেকর্ড করা যায়।
সফটওয়্যার এর নাম হল এ যেড রেকর্ডার। গুগল
অথবা প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে
যাবেন। তার পরও আমি লিংক দিয়ে দিচ্ছি।

Download 🙂

প্রয়োজনে ফেসবুকে আমি 🙂

আমার সাইট :

TipsAdd.Com

😀

Exit mobile version