Site icon Trickbd.com

পেপাল এক্সপার্ট দের দৃষ্টি আকর্ষন করছি ।

 

papy

আস-সালামুয়ালাইকুম।

কেমন আছেন ভাইয়া?

আমরা অনেকে আছি যারা অনলাইকে কাজ করতে পছন্দ  করি । কিন্তু অনেক ওয়েবসাইট আছে যেখানে payza + paypal এ তে প্রেমেন্ট করে ।আবার অনেক গুলাতে paypal এ প্রেমেন্ট করে।  এতে আমাদের  অনেকের প্রব্লেম হই । তো আমরা অনেকে আছি যারা পেপাল  ভেরিফাই একাউন্ট সংগ্রহের জন্য অনেক এক্সপার্ট দের সাহায্য নিতে যাই। পরে তারা যখন একটা পেপাল ভেরিফাই একাউন্ট এর জন্য ৫০০০-৮০০০ টাকা চেয়ে বসে এর ফলে অনেকে পেপাল একাউন্ট সংগ্রহ করতে পারে না। এর জন্য পেপাল এক্সপার্টদের কাছে আমার বিনিত অনুরোধ এই যে। প্লিজ ভাইয়া পেপাল ভেরিফাই একাউন্ট কিভাবে খুলা যায় সেটা নিয়ে একটা পোষ্ট করুন। আপনাদের একটা পোষত এর জন্য হয়তো আমার মতো  অনেক অভাগার অনেক বড় উপকার হতে পারে। প্লিজ ভাইয়া আপনাদের হেল্প আমাদের কাম্য । আশা করি আপনাদের হেল্প আমরা পাব ।

 

paypal

Exit mobile version