Site icon Trickbd.com

ডট বাংলা ডোমেইন পেল বাংলাদেশ (. বাংলা),

Unnamed

আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের পরিচয়
তুলে ধরতে বাংলাদেশ অবশেষে নিজস্ব
ডোমেইন হিসেবে ইন্টারন্যাশনালাইজড
ডোমেইন নাম (আইডিএম) ডট বাংলা (.
বাংলা) বরাদ্দ পেয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী
তারানা হালিম তুরস্ক থেকে টেলিফোনে
সাংবাদিকদের জানান, ‘ইন্টারনেট
কর্পোরেশন অব এসাইন্ড নেমস অ্যান্ড
নাম্বারস (আইসিএএনএন) বুধবার
বাংলাদেশের অনুকূলে ডট বাংলা
ডোমেইন বরাদ্দের ঘোষণা দেয়।’
তিনি ডট বাংলা ডোমেইন অর্জনকে
পরিচয়ের ক্ষেত্রে আরেকটি মাইলফলক
হিসেবে বর্ণনা করে বলেন, ‘আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারির
অনুমোদনের পর এটি বাংলা ভাষার

আরেকটি অর্জন।’
তারানা হালিম বলেন, ‘ডাক ও
টেলিযোগাযোগ বিভাগের দৃঢ় ভূমিকায়
দীর্ঘ প্রক্রিয়াগত লড়াই শেষে বাংলাদেশ
এটা অর্জন করে। তিনি জানান, সিয়েরে
লিয়নও ডট বাংলা ডোমেইন -এর জন্য
চেষ্টা করেছিল।
কবে থেকে ডট বাংলা ডোমেইন -এর
ব্যবহার শুরু হবে এমন এক প্রশ্নের জবাবে
প্রতিমন্ত্রী বলেন খুব শিগগিরই এ
প্রক্রিয়া শুরু হবে। -বাসস। ইত্তফোক/এসএস
এখন প্রশ্ন হচ্ছে – আমরা কি সহজেই
বাংলা ডোমেইন কিনতে পারবো ?
সরকারী সাইটে ডোমেই সার্চ করলে
লিংক কাজ করে না। ডোমেইন ক্রয়
সংক্রান্ত কোন সহজ পদ্ধতি নেই। অনলাইন
পেমেন্ট দিয়ে ক্রয় করা যায় না। তাহলে
এ ডোমেইন এর ব্যবহার কার জন্য। .bd
ডোমেইন কিনতে ম্যানুয়েল পদ্ধতি (কাগজ
জমা করতে হয়) ব্যবহৃত হয়। জব্বার স্যার
শুধু বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যাস্ত
থাকেন, আপনার একটি বিশেষ দায়িত্ব
আছে বাংলার ব্যাপারে। শুধু বিজয় নিয়ে
থাকলে হবে না, অনুগ্রহ করে সরকার কে
আপনার মূল্যবান উপদেশ দিন। যাতে আমরা
উপকৃত হই।
ধন্যবাদন ডাক ও টেলিযোগাযোগ
প্রতিমন্ত্রী তারানা হালিম ও পলক
স্যারকে।