লাইফ স্টোরি : আপনি ফেইসবুকে কবে থেকে আছেন.?
রানা : ২০১০ এর শেষের দিক থেকে
লাইফ স্টোরি : আপনি থাকেন কোথায়.??
রানা : ঢাকায় থাকি… ২০০১ থেকে
লাইফ স্টোরি : Hometown কোথায় আপনার..?
রানা : বি-বাড়িয়া তে
লাইফ স্টোরি : এখন কিসে পড়ালেখা করছেন..??
রানা : এখন কম্পিউটার সাইন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এ অনার্স প্রথম বর্ষে আছি
লাইফ স্টোরি : কোন ইউনিভার্সিটি.??
রানা : ঢাকার ই একটি প্রাইভেট ইউনিভার্সিটি (নামটা গোপন ই থাকুক )
লাইফ স্টোরি : ফ্রি নেট আবিষ্কার করেন কখন এবং কিভাবে..?
রানা : ২০১২ এর মাঝামাঝি এইটা নিয়ে কাজ করা শুরু করেছিলাম… তখন নেট প্যাকেজ এর অতিরিক্ত দামই আমাকে এই বিষয় টা নিয়ে কাজ করতে আগ্রহী করে তুলে
লাইফ স্টোরি : ফ্রি নেট চালানোর প্রথম যেই উপায়টা বাইর করেন এটা আপনি কিভাবে বাইর করলেন.? একটু বিস্তারিত জানতে চাচ্ছি
রানা : আসলে ফ্রী নেট এর বিভিন্ন পদ্ধতি আগে থেকেই অনেকে ব্যবহার করছে… কিন্তু কেউ বিষয় টা শেয়ার করতে চাইতো না… ভাবতো নিজে নিজে অনেক দিন ব্যবহার করবে… আমি নিজ থেকে জাভা ফোনের ওপেরা মিনি নিয়ে অনেক দিন ই কাজ করি এবং সেটাকে ফ্রী নেট ব্যবহারের উপযোগী করে তুলি এবং সেটাকে সকলের উদ্দেশ্যে ফ্রী তে দিয়ে দেই…
সফটওয়্যার নিয়ে ঘাটাঘাটির আগ্রহ থেকেই মূলত এই কাজ টা করতে সফল হয়েছিলাম
লাইফ স্টোরি : বর্তমানে কি ফ্রিনেট বের করেন না কেনো.?
রানা : কথায় আছে “প্রয়োজনই ই আবিষ্কারের জনক” … এখন আমি নিজেই ওয়াইফাই ব্যবহারকারী… আর নেট এর মূল্য সবার জন্যই মোটামোটি আয়ত্ত্বে আসছে কিছুটা…
যেমন আগে ৩৫ টাকায় ১৫ মেগাবাইট দিলেও গ্রামীনফোন এখন ৩৫ টাকায় ১০০ মেগাবাইট এর উপরে দিচ্ছে… এর জন্যই মূলত বিষয় টা নিয়ে আর সময় দেয়া হয় না তেমন।
লাইফ স্টোরি : সেটা অবশ্য ঠীক। ট্রিকবিডি চালু করেন কবে.??
রানা : ২০১৩ এর জানুয়ারী এর ১৫ তারিখ ডোমেইন টা কেনা হইছিলো
লাইফ স্টোরি : কি চিন্তা নিয়ে সাইট টা খুলেছিলেন ?মোটিবেশন কি ছিল ?
রানা : মূলত সবার সাপোর্ট এবং ভালোবাসা থেকেই ট্রিকবিডি খুলার সিদ্ধান্ত নেই… তখন আমার সাথে পরিচয় হয় নাসির উদ্দিন নবিন (ট্রিকবিডি এর অন্য এডমিন ) এর… ২ জন মিলে পরিকল্পনা করেই সাইট খোলার উদ্দ্যেগ নেয়া হয়…
লাইফ স্টোরি : নাসির ভাই ছাড়া ট্রিকবিডির সাথে আর কি কেও জড়িত ছিলো বা বর্তমানে আছে..? এডমিন মোডারেট.?
রানা : ট্রিকবিডিতে প্রথম দিকে ৮ জন এর মত মোডারেটর ছিলো… কিন্তু এক জন্ মোডারেটর বিশ্বাস ভঙ্গ করায় আমরা মোডারেটর ছাড়া সাইট পরিচালনা করার সিদ্ধান্ত নেই কিছুদিনের জন্য… এখন কিছু সিক্রেট মোডারেটর এডমিন দের পাশাপাশি সাইটে কাজ করে যাচ্ছে …
লাইফ স্টোরি : মাঝে দিয়ে আপনারা হঠাৎ ট্রিকবিডি PHP সাইটে নিয়ে জান। এটা কেন করেন এবং পরে আবার ওয়াপকাতে back করার কারণ কি.??
রানা : আমরা সাইটের মেম্বাদের আরো কিছু সুবিধা দেয়ার জন্য সে উদ্দ্যোগ টা নেই… কিন্তু হোষ্টিং এর খরচ কিছুটা বেশী হওয়ায় এবং ডি-ডস টাইপ কিছু ঝামেলা থাকায় আমাদের ফ্রী হোষ্টে ফিরে আসতে হয়…
তবে সে স্টেপ টা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
লাইফ স্টোরি : php সাইটা ডিজাইন করেছে কে.?? আপনে না নাসির ভাই..?
রানা : তখন আমরা অন্য একজন ওয়েব ডেভেলপার এর সাহায্য নেই (মাইদুল ভাই)… তাকে আমি আর নাসির মিলে বিভিন্ন পরামর্শ দিয়ে পি এইচ পি সাইট টা চালু করি।
লাইফ স্টোরি : এখন তো WordPress এ আছেন। আপনার কাছে এখন কোন better এবং userfriendly মনে হচ্ছে , wapka,php না WordPress ?
রানা : অবশ্যই ওয়ার্ডপ্রেস… সিকিউরড, ইউজার ফ্রেন্ডলী,স্মার্টনেস সব দিক থেকেই।
লাইফ স্টোরি : তাহলে আগে WordPress এ জান নাই কেনো.??
রানা : তখন ওয়ার্ডপ্রেস কাষ্টমাইজেশন সম্পর্কে তেমন আইডিয়া ও ছিলো না আমাদের… সে জন্যই অইদিকে যাওয়া হয় নাই
লাইফ স্টোরি : তামিম ভাই তো ট্রিকবিডির সাথে ছিলো।এখনও কি আছে..?
রানা : তামিম আমদের সাইটের অনেক গুরুত্বপূর্ন কিছু ট্রিক শেয়ার করতো এবং খুব জনপ্রিয় ছিলো… নিস্বাঃর্থ ভাবে কাজ করতে পছন্দ করতো…
পরে ট্রিকবিডি এর মোডারেটর ছিলো কিছুদিন…
এখন ট্রিকবিডি এর সাথে ও না থাকলেও ট্রিকবিডি এর সাথে ভালো বন্ধুত্ব আছে , *ট্রিকবিডি টিম এর সাথে
লাইফ স্টোরি : ট্রিকবিডির ওয়াপকা সাইটা কয়েকবার হ্যাক হয়।এটা কিভাবে হয়..?
রানা : একজন মোডেরেটর এর সাথে ঝামেলা হওয়ায় এবং সাইটের একসেস তার কাছে থাকায় সে এরকম হ্যক এর নাটক সাজায়
লাইফ স্টোরি : ওয়াপকা থাকায় অবস্থায় যেমন ফিডব্যাক পেতেন, তা এখন কমেছে? নাকি আরোও বেড়েছে?
রানা : ওয়াপকাতে থাকার সময় ই ফ্রী নেট এর জাগরণ শুরু হইছিলো… তখন ফিডব্যাক অনেক বেশী ভালো ছিলো… এখন খারাপ ফিডব্যাক পাই তেমন না…এডমিন দের পাশাপাশি কিছু ট্রেইনার এখনো স্বার্থহীন ভাবে সাইটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মানুষকে কিছু শেখানোর চেষ্টা করে…
লাইফ স্টোরি : আপনাদের একটা সিক্রেট গ্রুপ ছিলো মেবি BD net Hacker নামের।ওই গ্রুপটা কি এখনও আছে..?
রানা : হুম… মূলত আমি পড়ালেখা এবং অন্যন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় গ্রুপ এ এখন আগের মতো সময় দেয়া হয় না তবে কিছু ডেডিকেটেড এডমিন (বিশেষ করে সানা উল্লাহ ভাই ) এর কল্যানে গ্রুপ টা এখনো আছে
লাইফ স্টোরি : ট্রিকবিডি এর এতো মেম্বার, এতো ভিজিটর, ইউজার ফিডব্যাক তো অনেক ভালো,, আপনার এসব দেখে ক্যামন লাগে?
রানা : খুব ই ভালো লাগে… এবং মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাওয়ার জন্য অনেক বেশী অনুপ্রেরনা পাই…
লাইফ স্টোরি : আপনার লাইফে এ পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য কি ছিলো..?
রানা : সব চেয়ে বড় সাফল্য এতো অল্প বয়সে এত্তো এত্তো মানুষের ভালোবাসা…… এই ভালোবাসা টাই আমার জীবনের বড় অর্জন ।। ফ্রী নেট হ্যাকিং নিয়ে এখন আর কাজ করা হয় না তবে অনেকেই আছে এখনো মেসেজ দেয়, খোজ খবর নেয়… যেটা সত্যিই অনেক ভালো লাগে।
রানা : কখনো নিজেকে ব্যর্থ মনে হয়নি, তবে কিছু কিছু ক্ষেত্রে মনে হইছে আমার চেষ্টা কম ছিলো
লাইফ স্টোরি : ট্রিকবিডি থেকে about Monthly Earning কত হয়..?
রানা : আমাদের আর্নিং এর প্রতি তেমন নজরদারি কখনো ছিলো না, তবে যা আসে সাইট হোষ্টিং,সিক্রেট মোডারেটর দের খরচ ভালোভাবেই ম্যানেজ হয়।। আর বাকী কিছু থাকলে এডমিন দের কাছে থাকে।
লাইফ স্টোরি : কোন সাইটে থেকে বেশি আর্নিং পেতেন। wapka টাতে না বর্তমানে wordpress এর টায়..?
রানা : ওয়াপকায় যখন ছিলাম আর্নিং এর ব্যাপারে একেবারেই উদাসীন ছিলাম, সঠিক ডাইরেকশন ও ছিলো না।।। এখন স্টান্ডার্ড কিছু এড নেটওয়ার্ক ব্যবহার করায় আর্নিং আগের চাইতে বেশি হয়।
লাইফ স্টোরি : আপনার ফ্যামিলি সম্পর্কে একটু বলেন।পরিবারে কে কে আছে..?? আপনার আব্বু আম্মু কি করেন..?
রানা : ৩ ভাই ২ বোনের মাঝে আমি সবার ছোট।আব্বা ব্যবসায়ী এবং আম্মা গৃহিনী।
লাইফ স্টোরি : ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে আপনার…?
রানা : বাংলাদেশের টেকনোলজি সেক্টর কে আরো উন্নত করা এবং মানুষ এর জন্য ভালো কিছু হবে এরকম কিছু স্টেপ নেয়ার ইচ্ছা আছে।
লাইফ স্টোরি : আপনার লাইফ সম্পর্কে জানতেছি চাচ্ছি, ছোট করে স্টোরি.
রানা : খুব ই সিম্পল একজন মানুষ… মানুষের জন্য নিস্বাঃর্থ ভাবে কাজ করতে ভালো লাগে…ভালো ধৈর্য ধরতে পারি… নতুন কিছু জানার প্রতি তীব্র আগ্রহ আছে।
লাইফ স্টোরি : আমাদের সম্পর্কে আপনি কিছু বলতে চান ? আমাদের কাজ সম্পর্কে , লাইফ স্টোরিকে কিছু বলবেন ? আমারা কিভাবে কি করতে পারি ?
রানা : এগিয়ে যান…. অবশ্যই একেক জনের লাইফ স্টোরি তে শিক্ষনীয় কিছু আছে… সেটাকে আপনারা সামনে নিয়ে আসতেছেন যেটা অনেকের ই জীবন চলার পথে কাজে দিবে। আপনারা সেটাকেই তুলে আনতেছেন… যেটা অনেক ভালো একটা ব্যাপার। কাজ যেভাবেই করুন না কেন একটা জিনিষ মাথায় রাখা টা দরকার… “মানুষ এর যেন কল্যান হয় “