Facebook Login Approval এর ব্যবহারিক সতর্কতা==
##সকলে আশা করি ভালো আছেন।
ভালো থাকারই কথা।
##কারন Trickbd থেকে আমরা প্রতিনিয়ত অনেক কিছু শিখতে পারছি।
##তো আজকেও আপনাদের জন্য নতুন ট্রি ক নিয়ে আসলাম।
আশা করি অনেকের উপকার হবে।
♦♦##অনেকে ফেসবুকে Login Approvals ব্যবহার করেন,ফেসবুকের নিরাপত্তার জন্য।
তবে এটি ব্যবহার করতে হবে একটু সচেতন হয়ে।
Login Approval এর সঠিক ব্যবহার জেনে রাখা অত্যন্ত জরুরী।
♦♦তা না হলে আইডি চিরতরে হারানোর সম্ভাবনা থাকে। যেমন, অনেক সময় লগ ইন করার পরও মোবাইলে কোড আসে না।
♦♦ কোড না আসলে তো ফেসবুকেও ঢোকা যাবে না। সে ক্ষেত্রে করণীয় কি??
♦♦এই ক্ষেত্রে আপনাকেক অগ্রিম ১০টি কোড সংগ্রহ করে রাখতে হবে। কখনও মোবাইলে কোড না আসলেও
আগে সংগ্রহে রাখা কোড গুলো ব্যবহার করা যাবে।
♦♦Login Approval অপশনটির নিচে ১০টি কোডের লিস্ট পাবে। কোড গুলো নিজের ডায়রীতে লিখে রাখবেন।,,,,,,,
♦♦ Login Approval এর ক্ষেত্রে গ্রামিনফোন, বাংলালিংক ও টেলিটক ছাড়া অন্য কোন মোবাইলে অপারেটরের নাম্বার ব্যবহার করবে না।,,,,,,,,,,,
♦♦ নিজের পার্সোনাল নাম্বার ব্যতিত অন্য কারো নাম্বার ব্যবহার না করাই ভাল।
♦♦এমন নাম্বার ব্যবহার করবেন যেটা কখনও হারিয়ে বা নষ্ট হয়ে গেলেও আবার যাতে সহজে সিমটি উঠানো যায়।,,,,,,,
♦♦যে মোবাইল নাম্বারটি দিয়ে Login Approval চালু করবে সে নাম্বারটি কখনও ফেসবুক থেকে ডিলেট করবে না। যে কোন সময় নাম্বার পরিবর্তন করার প্রয়োজন হলে আগে Login Approval অপশনটি অফ করে নিবেন।
♦♦তারপর নাম্বার পরিবর্তন করে আবার অন করে নিবেন।
ধন্যবাদ
ফেসবুকে আমি
অথবা মেইল করতে পারেন….
shohagh2823@gmail.com