Site icon Trickbd.com

Root ছাড়া CWM/TWRP install দেওয়ার পদ্ধতি[written by os]

Unnamed

প্রথমে আমার সালাম নিবেন,আশা করি সবাই ভাল আছেন,আজকের পোস্টের বিষয় হল=কিভাবে আপনি Root ছাড়া Custom recovery install দিবেন।

পোস্ট শরুর আগে রানা ভাই,নাসির ভাই,সাধীন ভাই কে জানাই ধন্যবাদ এখন আমাদের কাজের কথাই আসি কিভাবে আপনি Root ছাড়াই TWRP/CWM inatall দিবেন

যা যা লাগবে

1=Pc[Any windows]

2=Android SDK for Windows(zip file)

3=TWRP device recovery

[বিঃদ্র TWRP recovery থেকে আপনার মোবাইল এর Recovery টা ডাউনলোড করবেন,আর না পেলে গুগল এর সাহায্য নিতে পারেন]

শরু করা যাক

Android SDK.zip ফাইল টা Extract করে আপনার কম্পিউটার এর যে কোন একটা Folder এ রাখবেন।
আপনার ডাউনলোড করা Recovery.img টা রিনেম করে TWRP.img/CWM.img তারপর এই recovery img টা কপি করে আপনি একটু আগে যেই ফাইল টা Extract করেছিলেন Extract ফাইল এর মধ্যে ডুকে sdk\platform-tools এর মধ্যে পেস্ট করবেন।

তারপর আপনার মোবাইল এর Setting>Developer Options এ গিয়ে Developer Options on করুন তারপর usb Debugging on করুন।

তারপর usb cable দিয়ে আপনার মোবাইল pc র সাথে connect করুন
একটা পপ আপপ আসবে Always Allow From This Computer এটা কে টিক চিনহ দিয়ে Ok দিন।

এখন আপনার ডিবাইস টা কে Boot loader এ নিয়ে যান

আপনার কম্পিউটার এ extract করা ফাইল টাই ডুকে তারপর sdk>platform-tools এ যান,আপনার মাউস এর “Shift + Right-click করুন”Open Command window here” এ যান।

“Open Command window here”তে ডুকে লেখুন

adb devices

তারপর লেখুন>

adb reboot bootloader

তারপর লেখুন>

fastboot flash recovery twrp.img

আপনার মোবাইল এ recovery.img টা install হয়েগেছে,এখন সবার শেষে লিখুন>

fastboot reboot

Your device TWRP/CWM hasbeen installed

আশা করি আপনি successfulll হতে পেরেছেন

All credit byYeasin

ভাল থাকুন সুস্থ থাকুন