আসছালামুআলাইকুম মানিত্তাবহ আল্ হোদাহ্। সবাই কেমন আছেন? আলহামদুল্লাহ আপনাদের দোয়াতে আমি ভাল, একটি গুরুত্ব পূর্ন পোষ্ট সবার জন্য।
তো চলুন আরম্ভ করি।
আজকাল সবারইতো জন্ম নিবন্ধন কার্ড প্রয়োজন, সেটা যেকোনো কাজে যেমন জাতীয় পরিচয়প্রত্র পেতে, পাসোর্ট তৈরি করতে স্কুল, কলেজ, ও আরো কতো কাজে আমাদের এটার প্রয়োজন। তো এই তথ্য যদি ভুল থাকে তাহলে আপনি আগামিতে সমস্যাতে পড়তে পারেন, তাই সমস্যা হবার আগে সেটির তথ্য নিজে দেখুন এবং ভুল হলে আপনার ইউনিয়ন বা সিটিকর্পোরেসন কর্মীদের সাথে যোগাযোগ করে, আপনার তথ্য নির্ভুল করুন।
কাজের কথা এখন আপনি যে লিংকে গিয়ে তথ্য দেখতে পাবেন,
এখানে কিল্ক করে প্রবেশ করুন
আপনার বার্থ সার্টিফিকেট এর জন্ম
নিবন্ধন নম্বর প্রবেশ করুন এবং Date Of
Birth এর জায়গাতে আপনার জন্ম তারিখ
প্রবেশ করুন এভাবে DATE-Month-Year
এবার Verify বাটনে ক্লিক করুন , দেখুন
মত নিচে আপনার সকল তথ্য দেখাচ্ছে।
ধন্যবাদ সবাইকে। নিন্মে ছবি দেওয়াহল,
নিজে তথ্য দেখুন, আপনার বন্দুকে জানান জন্ম নিবন্দন ভ্যারিফাই করতে বলুন।
★ভুল হলে ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন।
♦ভালবেসে শ্রত্রুকে জয় করাযায়।♦
আগামিতে নতুন কিছু নিয়ে হাজির হবো।
(ইনশাআল্লাহ)