প্রথমেই সবার কাছে সরি অফটপিকের জন্য। আসলে খুবই বেকায়দায় পড়েই পোস্টটি দিলাম।
আমি ২০১৭ তে এইচ এস সি এক্সাম দিব। প্রিপারেশন খুব ভাল না। খুব টেনশনে আছি। কিছু বই কিনব কিন্তু কি বই কিনব বুঝতে পারছি না।
এস এস সি তে রয়েল গাইড পড়তাম। প্রচুর ব্যাখা সাথে অনেক কিছু সুবিধা ছিল গাইডটায়। কিন্তু এইচ এস সি তে এরকম বই পাচ্ছি না।
যদি কেউ ভালো বই সাজেস্ট করতে পারেন তো খুব উপকার হয়। এমনিতে রসায়ন, পদার্থ, জীব এগুলাতে প্রচলিত বই গুলো হাজারী, হাসান, সঞ্জিত এই গুলো কেনা আছে।
জয়কলির বিচিত্রা গুলোও কিনেছি। কিন্তু এইটা শুধু নৈর্ব্যক্তিক এর জন্য কাজ হচ্ছে।
আমার চাই এমন বই যেখানে চ্যাপটার অনুযায়ী শর্ট নোট দেয়া আছে, সংগা, সুত্র, অংক সব আলাদা আলাদা করে দেয়া আছে সাথে নৈর্ব্যক্তিক, সৃজনশীল সবই দেয়া আছে।
প্লিজ কেউ পারলে হেল্প করেন। প্লিজ…