Site icon Trickbd.com

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব Part-2

Unnamed

আপনাদের দোয়ায় আজ আবার পার্ট ২ নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা আজ এত সহজে যোগাযোগ করতে পারছি

ইন্টারনেট,কম্পিউটার,মোবাইল ব্যাবহার করতে পারছি তা অনেক বিঙ্গানির অবদানে।।

৩.জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল(১৮৩১-১৮৭৯):-

বিগ্গানি জেমস ক্লার্ক,তরিৎ চৌম্বকীয় ধারনা প্রকাশ করেন,যা বিনা তারে বার্তা প্রেরনের একটি সম্ভাবনা তুলে ধরে।কিন্তু তিনি তথ্য প্রেরনে সফল হন নি।।

৪.স্যার জগদীশ চন্দ্রবশু(১৮৫৮-১৯৩৭):-

বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরনে প্রথম সফল হন বাঙালি বিগ্গানি স্যার জগদীশ চন্দ্রববশু।১৮৯৫ সালে তিনি অতি
ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরনে সফল হন।।
আজ এ পর্যন্তই,বাকি পর্ব গুলো খুব শীঘ্রই প্রকাশিত হবে।আমাদের সাথেই থাকুন।

ভালো লাগলে আমার সাইট থেকে একবার ঘুরে আসবেন