ব্লাইন্ড জোনঃকথাটি অনেকেই হইতোবা অনেকবার শুনেছেন, কিন্তু “ব্লাইন্ড জোন” সম্পর্কে অনেকেরই সুস্পষ্ট ধারণা নেই।”ব্লাইন্ড জোন” হলো যে কোন বড় আকৃতির বাস, ট্রাক কিংবা কার্গোর চারপাশের কিছু কোন কিংবা স্থান কে বোঝায়, এক কথায় যে গুলোখুবই বিপদজনক।এবার একটু পরিস্কার করে বলি, নিচের ছবিটি ভালো করে খেয়াল করলে দেখবেন একজন বাইকার একটি ট্রাকের বাম পাশ বরাবর যেভাবেযাচ্ছে তাতে করে ট্রাকের চালক কোনভাবেই জানালা কিংবা লুকিং গ্লাস এর সাহায্য বাইকার কে দেখতে পাবে না অর্থাৎ বাইক আরোহী ব্যক্তিটি সম্পূর্ণ ভাবে ট্রাক চালকের দৃষ্টি সীমানার বাইরে অবস্থান করছে। এক্ষেত্রে বাস, ট্রাক কিংবা কার্গো রাস্তার বামে মোড় নিতে গেলে অথবা গতির তারতম্য হলে ঘটে যেতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা।এই কারণে একজন বাইকার এর উচিৎ সবসময় এই “ব্লাইন্ড জোন” গুলোকে এড়িয়ে চলা এবং এই ধরণের বড় এবং ভারী যানবাহন থেকে ন্যূনতম ৪-৫ ফিট দূরত্ব বজায় রাখা অথবা পেছনের দিকে থাকা।***মনে রাখবেন একটু সতর্কতায় পারে আপনাকে অনাকাঙ্ক্ষিত কোন বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে।