আসসালামু আলাইকুম বন্ধু গণ আশা করি আপনারা আল্লাহ্র রহমতে ভালই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল লাগবে
কোন ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন এডমিন ভাইয়া। আমার টিউন শুরু করছি
*ব্লগের হোমপেজে প্রথম দুটি পোস্টের মাঝামাঝি স্থানে বিজ্ঞাপন বলতে নিচের চিএ দেখুন আশা করি বুজতে পারবেন*
আমরা আজ শিখব ব্লগস্পট ব্লগের হোমপেজে শুধু কিভাবে প্রথম দুটি পোস্টের মাঝামাঝি স্থানে ফাঁকা করে বিজ্ঞাপন বসানোর বন্দবস্ত করা যায়। এভাবে বিজ্ঞাপন বসালে বিজ্ঞাপনের আকর্ষণীয়তা এবং ফলপ্রসূতা দুটিই বৃদ্ধি পায়। একটি ব্লগে শুধু বিজ্ঞাপন বসালেই হয়না। সেটি যথার্থ আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে হয়। তবে এখন চলুন আজকের টিউটোরিয়ালের মূলে চলে যাওয়া যাক
বুঝতে সমস্যা হলে কিংবা সরাসরি আগে দেখে নিতে চাইলে দেখুন দুটি পোস্টের মাঝামাঝি বিজ্ঞাপনের লাইভ ডেমো ।
- প্রথমে ব্লগস্পট ব্লগের ড্যাশবোর্ড থেকে Template > Edit Html -এ যান।
- এখন নিচে দেওয়া কোডটুকু খুঁজে বের করুন। সহজে কোড খুঁজে পেতে CTRL + F চাপতে পারেন।
-
<
b:include
data
=
'post'
name
=
'post'
/>
উপরের কোডটি খুঁজে পেলে উক্ত কোডের ঠিক পরেই নিচের কোডটুকু বসিয়ে দিন।
কোড লিং
কোড trickbd তে Publish হয় না/করতে পারি না তাই মাফ করবেন আর ,তাই উপরের লিং থেকে কোড টা নিয়ে নিন,
- এবার শুধু আপনার বিজ্ঞাপন কোডটুকু বসানোর পালা। উপরে যে কোডটুকু উল্লেখ করলাম। সেই কোডে দেখুন Your Advertisement Code Here লেখা আছে। সেখানে শুধু লেখাটির বদলে আপনি যে বিজ্ঞাপন বসাতে চান সেটির কোড দিন এবং টেমপ্লেট সেভ করুন। তবে আপনি চাইলে শুধু বিজ্ঞাপন কোড না, বিজ্ঞাপন কোডের বদলে যেকোন কিছু বসাতে পারেন কোডের মাধ্যমে। যেকোন ব্যানার, যেকোন উইডগেট বা যেকোন কিছুর কোডটুকু শুধু ওখানে বসিয়ে দিলেই চলবে।
এবারে আমাদের কাজ কিন্তু শেষ। টেমপ্লেট সেভ দেয়া হলে আপনার ব্লগস্পট ব্লগটি ভিজিট করে দেখুন হোমপেজ বা যেকোন লেবেল পেজে যতটি পোস্ট থাকুক না কেন প্রথম দুটি পোস্টের মধ্যবর্তী স্থানেই শুধু আপনার সেই বিজ্ঞাপন দেখাচ্ছে। টিউটোরিয়ালটি কাজে আসলে দয়া করে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ