এখনকার সময় প্লাস্টিকের ব্যবহার খুবই বেড়ে গেছে। যেখানেই যান সেখানেই প্লাস্টিক। আমরা প্রতিনিয়ত বিভিন্ন কোল্ড ড্রিংক ক্রয় করলে, সেগুলো প্লাস্টিকের বোতলেই দেওয়া হয়। আর কোল্ড ড্রিংক পান করা শেষ হলে আমরা বোতলগুলো কি করি? নিশ্চয় ফেলি দিই। কিন্তু আপনি ইচ্ছা করলে এই প্লাস্টিক বোতলগুলো দিয়ে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করতে পারেন। তো চলুন, আজকে আমরা শিখব পুরোনো প্লাস্টিক বোতল দিয়ে কিভাবে নিউজপেপার অথবা ম্যাগাজিন রাখার স্টান্ড তৈরি করা যায়
প্রয়োজনীয় উপকরণ
১। কয়েকটি বড় আকারের পুরাতন প্লাস্টিক বোতল।
২। বড় মাপের কাঠের স্কেল।
৩। কাঠ ছিদ্র করার যন্ত্র
এগুলো সংগ্রহ করে ভিডিওটি দেখে তৈরি করে ফেলুন সুন্দর সুন্দর নিউজপেপার, ম্যাগাজিন অথবা প্রয়োজনীয় জিনিসপত্র রাখার স্টান্ড।