আস্সালামুয়ালাইকুম সবাই কেমন আছেন?
আশা করি ভাল আছেন, এবং সব সময় Trickbd এর সাথেই থাকবেন।
তো কথা না বারিয়ে কাজে চলে যাই।
Online জগতে নিরাপদ থাকার এক মাত্র উপায় হল vpn
তার পূর্ণ রুপ হল Virtual private Network তার মানে
আপনারা এখন নিশ্চই বুঝতে পারছেন। তার জন্য আমরা
আমরা অনেক সময় নানান ধরনের Vpn Software ব্যবহার করি।
তাতে করে ঐ Software এর Ads আমাদের Mobile এ ভেসে উঠে
তার কারনে আমাদের প্রচুর Mb বেকার বেকার কাটে।
আবার Software টি install করে Mobile Ram ও ফুল হয়ে যায়।
সেই জন্য Mobile Slow ও কাজ করে।
তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে
কোন vpn Software ছড়াই vpn ব্যাবহার করতে পারবেন
তবে কেন শুধু শুধু কেন Vpn Software install করে Mobile Ram
full করবেন। তাই আজকের আমার এই post…..
তার পর এই রকম আসবে
ঐ খান থেকে ip Adress টি Copy করেন। তার পর
আপনার Mobile Setting>More>Vpn এ যান
ঐ খানে Plus + আইকোন দেখতে পাবেন Click করেন।
তার পর এমন আসবে।
এখানে কোন নাম দিন যেমন আমি দিলাম Us Vpn
তারপর এখানে ip adrees দিন যেটা আমরা Copy করেছি
এখন Save এ click করুন।
তার পর আবার click করে Name এবং password দিন
তার পর Connect দিন। দেখেন vpn Connection হয়ে গেছে।
যারা এখনও বুঝতে পারেননি তারা video টি দেখতে পারেন। যদি ভাল লাগে Subscribe করবেন Please please
আরো অধিক এবং সকল দেশের ip পরবর্তী পোস্টে দেয়া হবে।
তাই Trickbd এর সাথেই থাকুন।