Be a Trainer! Share your knowledge.
Home » Uncategorized » এবার পিসিতে প্যাটার্ন লক করুন এন্ড্রয়েডের মতো।(সম্পূর্ণ টিউটোরিয়াল)

এবার পিসিতে প্যাটার্ন লক করুন এন্ড্রয়েডের মতো।(সম্পূর্ণ টিউটোরিয়াল)

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ট্রিকবিডির সাথে
ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য লিখছি যেভাবে পিসিতে এন্ড্রয়েড এর মতো প্যাটার্ন লক দিবেন ।

উইন্ডোজ পিসিতে সাধারনত পাসওয়ার্ড লক থাকে, প্যাটার্ন লক থাকে না।কিন্তু কেমন হয় যদি পিসিতে প্যাটার্ন লক ব্যবহার করা যায়!তো চলুন আমরা আজ এটাই দেখি।
প্রথমেই বলে রাখি এটা windows XP/Vista/7/8/8.1/10 এর জন্য ।

পিসিতে প্যাটার্ন লক সেট করা


→ প্রথমেই সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। তারপর ইনস্টল করে নিন। Maze lock icon দেখতে পাবেন আপনার সিস্টেম ট্রে এর ডানদিকে ।

→ তারপর maze icon এ ক্লিক করুন এবং configure সিলেক্ট করুন অথবা শুধু windows key +c চাপুন।

→ এখন কনফিগার উইন্ডো আসবে। reset pattern এ ক্লিক করুন।

→ এখন আপনাকে প্যাটার্ন সেট করতে হবে। মাউস দিয়ে ড্রাগ করে প্যাটার্ন আকুন। Backup Pattern ক্লিক করে BMP ইমেজ হিসবে সেভ করে নিতে পারেন।

→ নতুন প্যাটার্ন সেট করার পর general ট্যাবে ক্লিক করুন। এখান থেকে সেটিং ঠিক করে নিন। যেমন : Autolock at
windows startup/after on করে দিন।

→ আপনি background ট্যাবে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড চেন্জ করে নিতে পারেন।

আপনি প্যাটার্ন লক অন করেছেন। এখন চেক করার জন্য windows key + A চাপুন। তাহলে লক হয়ে যাবে আবার আনলক করুন প্যাটার্ন দিয়ে

6 years ago (Dec 26, 2017)

About Author (5)

Sohanur Rahman
author

I am a programmer and I want to share my thoughts with the members of TrickBD.

Trickbd Official Telegram

2 responses to “এবার পিসিতে প্যাটার্ন লক করুন এন্ড্রয়েডের মতো।(সম্পূর্ণ টিউটোরিয়াল)”

  1. RS Rabby Contributor says:

    darun post bhai

  2. . Contributor says:

    চমৎকার

Leave a Reply

Switch To Desktop Version