Site icon Trickbd.com

Clash Of Clan এ যারা নাম পরিবর্তন করতে পারছেন না, তারা আজীবন নাম পরিবর্তন করুন…।। by shohug

শুরুতেই মহান আল্লাহ তায়ালার কাছে হাজার হাজার শুকরিয়া জানাই।

Clash Of Clan গেমসটি কম বেশি, ছোট বড় সবাই খেলেন। Clash Of Clan এ ভিলেজ ক্রিয়েট করার পূর্বে নাম দিতে হয় এবং ভিলেজ ক্রিয়েট হয়ে গেলে টাউনহল ৫ এ আর একবার নাম পরিবর্তন করতে পারবেন। কিন্তু এই ২ বার নাম পরিবর্তন করার পর আর নাম পরিবর্তন করা যায় না। তাই ২ বার নাম পরিবর্তন করার পর বা যারা একবারের বেশি নাম পরিবর্তন করতে পারেন না তাদের জন্য আমার আজকের এই টিউটোরিয়াল পোস্ট। এই পোস্টটি পরে আপনারা আজীবন নাম পরিবর্তন করতে পারবেন।

চলুন দেখে আসি কি করে নাম পরিবর্তন করবেনঃ
প্রথমে Setting এ যান
এবার Help and Support এ যান
coc2
3
4

মেসেজ বক্সে ইংরেজিতে নিচের যেকোনো একটি লিখুন।

Hi,

I would like to change my clash of clan name from YOUR CURRENT NAME to YOUR DECIDED NAME. Because people always make fun of my current name.

Thank you.

অথবা

Hi,

I would like to change my clash of clan name from YOUR CURRENT NAME to YOUR DECIDED NAME. Because i just used my full name. So i think about my privacy. Please change my name.

Thank you.

মেসেজটি লিখে উপরের চিত্রের মতন আপনার নাম এবং আপনার সিওসি ইমেইলটা লিখে সেন্ট করুন।

মেসেজ সেন্ট করার পর সিওসি কমিউনিটি ১-২ দিনের মধ্য রিপ্লে দিবে।

উপরের চিত্রের মতন রিপ্লে আসলে, সেটিং এ নাম চেন্জ অপসন সো করবে।Change Name এ ক্লিক করে আপনার পছন্দের নাম দিবেন
দুবার। তার পরে CONFIRM লিখে ok করবেন । না বুঝলে নিচের চিত্র গুলি দেখুন।

ব্যাস কাজ শেষ। এবার আপনার নাম পরিবর্তন হয়ে গেছে।

বিঃদ্রঃ আইডিতে এভাবে ৩য় বার সিওসি কমিউনিটি আপনাকে মাত্র একবার নাম চেন্জ করতে দিবে।এটা সিওসি কমিউনিটি মেইলে বলে দেয়।

পোস্টটি শেয়ার করবেন। কোন সমস্যা হইলে কমেন্টে জানাবেন।

ভাল থাকবেন। নিজে জানুন, অন্যকে জানান।

পোস্টের কিছু বুঝতে সমস্যা

থাকলে বা অন্য কোন মোবাইল ও
কম্পিউটার বিষয়ক সাহায্যের দরকার হলে
এখানে কমেন্ট করুন অথবা আমাকে ফেইসবুকে
নক করুন। যতটুকু পারি সাহায্য করব
ইনশা আল্লাহ,

‌যে কোন প্র‌য়োজ‌নে ‌ফেসবু‌কে আমি