Site icon Trickbd.com

আপনার প্রিয় মোবাইল টি সুরক্ষিত রাখতে জেনে নিন অভিনব মাস্টার টিপ্স

Unnamed

প্রতিদিনের জীবনে স্মার্টফোন এখন অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। কেনাকাটা থেকে শুরু করে সিনেমার টিকিট বুকিং বা ট্যাক্সি বুকিংও এখন বাড়িতে বসেই করা যায় স্মার্টফোনের সৌজন্যে। 😀

সেই ফোনেই আবার সুরক্ষিত থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, লেনদেনের হিসাব।

তাই সেই স্মার্টফোনকে কোনভাবেই অরক্ষিত রাখবেন না যেন। এই প্রতিবেদনে জেনে নিন কীভাবে আপনার প্রিয় স্মার্টফোনকে সুরক্ষিত রাখবেন।

১. লকস্ক্রিনে ব্যবহার করুন পিন বা প্যাটার্ন: ২. অ্যাপেও থাকুক পাসওয়ার্ড: ৩. ডাউনলোডের আগে সাবধান: ৪. অ্যাপ পারমিশন এড়িয়ে যাবেন না: ৫. অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ৬. গুগল অথেনটিকেশন মেনে চলুন: ৭. ফোনে রাখুন অ্যান্টি-ভাইরাস অ্যাপ: ৮. পাবলিক ওয়াই-ফাই এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ: ৯. ব্লু-টুথ নিয়েও সাবধান:
১০. ডিভাইস রুট করবেন না: