Be a Trainer! Share your knowledge.
Home » Hacking tutorials » Evil PDF : কম্পিউটার/সাইবার সিকিউরিটির হুমকি ও নিরাপত্তা!

Evil PDF : কম্পিউটার/সাইবার সিকিউরিটির হুমকি ও নিরাপত্তা!

বর্তমানে বিশ্বব্যাপী ডকুমেন্টস শেয়ারের জন্য PDF ফাইল বহুল প্রচলিত।
তবে এটি সত্য যে সব PDF কিন্তু নিরাপদ নয়! কিছু PDF ক্ষতিকর ও হতে পারে, এবং সেসব PDF কে বলে Evil PDF!
আজকে আমরা জানবো Evil PDF কী, কিভাবে এগুলো কাজ করে, যেসব পদ্ধতিতে হ্যাকার/এটাকাররা এগুলো তৈরি করে, এবং কিভাবে Evil PDF এর এটাক থেকে নিজেকে রক্ষা করবেন।

Evil PDF কী?


Evil PDF হলো ক্ষতিকর PDF ফাইল যেগুলো কম্পিউটার ও সিস্টেমের ক্ষতি করতে অথবা স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে ব্যবহার করা হয়।
অন্যসব PDF ফাইলের মতো হলেও এই ফাইলগুলোতে কিছু লুকোনো হুমকি (Threats) থাকে।
যেমন:
ম্যালওয়্যার: এই সফটওয়্যারগুলো মূলত বিশেষভাবে তৈরি করা হয় কম্পিউটার সিস্টেমের ব্যাঘাত ঘটাতে ও ক্ষতি করতে।
এগুলো বিভিন্ন রকম হতে পারে। যেমন: ভাইরাস, ওর্মস এবং ট্রোজান।

ফিশিং লিংক: এই লিংকগুলো PDF এ Embedded অবস্থায় এড করা থাকে। আর ইউজার যখন এগুলোতে ক্লিক করে করে তখন হুবহু আসল ওয়েবসাইটের মতো নকল একটা ওয়েবসাইটে নিয়ে যায়। ফলে ইউজার না বুঝেই পার্সোনাল ইনফরমেশন, যেমন: পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ইনফরমেশন শেয়ার করে ফেলে।

এটাকাররা কীভাবে Evil PDF তৈরি করে?


এটাকাররা এই কাজে বিভিন্ন টেকনিক ব্যবহার করে এগুলো তৈরি করতে। নিচে কিছু কমন মেথড উল্লেখ করা হলো।

Evil PDF এর কমন কিছু ব্যবহার:


Evil PDF বেশকিছু ক্ষতিকর কাজে ব্যবহৃত হয়। যেমন:

ক্ষতিকর PDF চেনার উপায়!


যদিও এধরণের PDF চেনা খুবই চ্যালেঞ্জিং বিষয়। তবে কিছু বিষয়ে খেয়াল রাখলে অনেকসময় নিরাপদ থাকা সম্ভব। যেমন:

ক্ষতিকর Evil PDF থেকে নিজেকে রক্ষার উপায়:


কিছু পদক্ষেপের মাধ্যমে সহজেই Evil PDF এর হাত থেকে নিজেকে যথাসম্ভব সুরক্ষিত রাখা যায়। যেমন:

এছাড়াও, নিজেকে এবং নিজের আয়ত্বে থাকা সকলকে এই বিষয়ে সচেতন করার মাধ্যমেই সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা যায়। যেমন, আমি এখন এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সচেতন করছি। যারা এধরণের সমস্যায় পড়েছেন তারাই বুঝবেন এর মর্ম। র‍্যানসমওয়্যারের শিকার হয়ে অনেকেই নিজের গুরুত্বপূর্ণ ডেটা হারিয়েছেন। অথচ বুঝতেই পারেননি কীভাবে এটা হলো! এই আর্টিকেলের মাধ্যমে কিছুটা হলেও আইডিয়া পাবেন এবং সতর্ক থাকতে পারবেন।

2 months ago (Nov 05, 2024)

About Author (25)

ইমরুজ
Legend author

"জানতে চাই" "জানাতে চাই"

Leave a Reply

Switch To Desktop Version