Site icon Trickbd.com

যে কাজ গুলো না করলে জনপ্রিয়তা হারাতে পারে ট্রিকবিডি [User Review]

Unnamed

সুপ্রিয় এডমিন ও মেম্বার গণ আশা করি ভালই আছেন।

আজকের এই টিউন টা একান্ত ব্যক্তিগত টিউন। কারো ভালো বা খারাপ লাগলে মাফ করবেন। এই টিউনটা যদি খারাপ লাগে অবশ্যই এডমিন ডিলিট করে দিতে পারেন এতে আমার আপত্তি নেই।

প্রথমেই বলে নেই আমি ট্রিকবিডির একজন পাগল ভক্ত। এই সাইটের সাথে সম্পর্ক শুরু থেকেই, ২০১৩ সাল থেকে।
আশা করি আপনারাও আমার মত।

এই দীর্ঘ বন্ধনে ট্রিকবিডির কাছ থেকে যা কিছু পেয়েছি, মাশাল্লাহ। ট্রিকবিডি টিউনার ও মেম্বার রা অনেক ভালো। প্রত্যেক টা পোস্টে অনেক অনুপ্রেরণামূলক কমেন্টে টিউনার কে উৎসাহ দেন, এটা অনেক কাজের।

যাজ্ঞে আজকে যে কথাটা বলতে আমি ট্রিকবিডিকে কোনো ভাবেই ছোট করতে চাচ্ছি না। আমি কিছু সমস্যা তুলে ধরবো। আমি জানি আমাদের এডমিন রানা ও নাসির ভাই অনেক মেধাবী। তারা এই ব্যাপার গুলো নিয়ে আলোচনা করবেন।

তো সমস্যাগুলো নিম্নরূপঃ

১. আমাদের প্রিয় ট্রিকবিডিতে মোবাইল ভার্সনে কোনো সার্চ অপশন নেই। যাতে করে কেউ তার পছন্দের পোস্টগুলো খুঁজে নিতে পারে।
আমি জানি এ নিয়ে অনেক পোস্ট হইছে আগে। তবুও বললাম। এডমিনের কাছে অনুরোধ, একটা সার্চ অপশন যেন দেওয়া হয়। এতে সুবিধা হবে, যদি আমরা টিউন করতে যাই, তাহলে সেই টপিক নিয়ে সার্চ দিয়ে দেখা যাবে। ফলে একই পোস্ট দুইবার হবেনা। সার্চ অপশন না থাকার ফলে টিউনার রা না জেনে একই পোস্ট দুই তিনবার করছে।

২. সম্মানিত মেম্বার যারা টিউনার রিকুয়েস্ট করছেন। তাদেরকে টিউনার দেওয়া হচ্ছে না। যোগ্য অভিজ্ঞ কিছু মানুষের টিউন করতে পারছে না। এটা খুবই দুঃখজনক যে প্রতিদিন অনেক মেম্বাররা অসহায়ের মত বিভিন্ন পোস্ট গুলোতে কমেন্ট করে যাচ্ছে।
“রানা ভাই, নাসির ভাই আমাকে টিউনার বানান, টিউনার রিকুয়েস্ট দিছি”

আমি মনে করি এসব মেম্বারগুলোকে একবার সুযোগ দেওয়া উচিত।

৩. এডমিনরা কিছু পোস্ট এমনভাবে হাইলাইট করেন। যেমনঃ ফ্রি নেটের কিছু পোস্ট, একই পোস্ট ৩/৪ বার হোমপেজে দেওয়া হয়। আমি মনে করি এটা খুব বিরক্তিকর। অনেক টিউনার এ নিয়ে অসম্মতি জানিয়েছে, আমার জানামতে।
এই পোস্টগুলো হোমপেজে একবার হাইলাইট করলেই ভালো হয়।

৪.

টিউনার দের কস্টের দাম ও মানসম্মত টিউন করার জন্য আমি মনে করি একটা টিউনার প্রতিযোগিতা করা দরকার। যা অনেক দিন ধরে হয় না।

৫. বর্তমান একটা সমস্যা হল, ইউজার রেজিস্ট্রেশন বন্ধ, এতে অনেকেই রেজিস্টার করতে পারছেন না।

তো আমি মনে করি এগুলোর সমাধান হবে। মোটামুটি এগুলোই আমার কাছে সমস্যা মনে হয়েছে। আপনাদের কারো কিছু মনের অভিব্যক্তি থাকলে জানান। আমি পোস্টে তা তুলে ধরবো।

সবাইকে ধন্যবাদ। ট্রিকবিডি এগিয়ে যাক।