Site icon Trickbd.com

এখন যে কোন ওয়েবসাইট এর ডোমেইন রেজিস্ট্রেশন ও এক্সপাইরিটি ডেট চেক করুন মাত্র ১ মিনিটে

হাই বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভাল আছেন।আজ আপনাদের দেখাব কিভাবে আপনি যে কোন ওয়েবসাইট এর ডোমেইন নামে এর রেজিস্ট্রেশন ও  এক্সপাইরিটি ডেট চেক করতে পারবেন।

প্রথমে আপনার ব্রাউজার এ গিয়ে লিখুন “www.who.is”

তারপর নিচের মত দেখবেন [ আমি পিসি দিয়ে দেখাচ্ছি ]

একটি বক্স দেখতে পাচ্ছেন,সেখানে আপনি জেই ওয়েবসাইট এর ডোমেইন চেক করতে চান তার নাম দিবেন।দিয়ে সার্চ বাটন এ ক্লিক করলেই ওই ওয়েবসাইট এর সব ইনফর্মেশন চলে আসবে।

আশা করি পোস্টটি আপনাদের ভাল লেগেছে।বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে আপনার সমস্যা টি তুলে ধরবেন।সবাই ভাল থাকেন সুস্থ থাকেন এবং TRICKBD এর সাথেই থাকেন।