Site icon Trickbd.com

মোবাইলের রাজা নোকিয়া ৩৩১০ এর রাজসিক প্রত্যাবর্তন!

Unnamed

নোকিয়াকে চিনে না এমন
মানুষ বোধয় পৃথিবীতে খুঁজে
পাওয়া যাবে না। নোকিয়া
মানেই অন্যরকম কিছু। আর
নোকিয়া চিনে থাকলে
নোকিয়া ৩৩১০ মডেলের নাম
শুনেন নি এমন মানুষ আছে বলে
আমার মনে হয় না।
মোবাইলফোনের যুগে
মোবাইলফোন জগতের সব
রেকর্ডের মালিক এই
মোবাইলফোনকে চিনবে এমন
মানুষ কি থাকতে পারে?
প্রায় ১৫ বছর পর নোকিয়া আবার
শুরু করেছে নোকিয়ার আইকনিক
ফোন নোকিয়া ৩৩১০ এর
প্রোডাকশন।
নতুন এই নোকিয়া ৩৩১০ দেখতে
অনেকটা পুরাতন নোকিয়া ৩৩১০

এর মতো হলেও অনেক পরিবর্তন
এসেছে নতুন ৩৩১০তে। চলুন দেখে
নিই কি কি আছে নতুন ফোনে!
নোকিয়া ৩৩১০ (২০১৭) এর
স্পেসিফিকেশনঃ

চমৎকার পুশ বাটন
এলইডি ফ্ল্যাশসহ
২মেগাপিক্সেলের ক্যামেরা
৩.৫ এমএমের ইয়ারফোন জ্যাক
২.৪ ইঞ্চি ডিস্প্লে
ডুয়াল সিম
১৬মেগাবাইট ইন্টারনাল
স্টোরেজসহ ৩২জিবি
মেমোরিকার্ড সাপোর্টেরড
মাইক্রো এসডি স্লট
১২০০এমএইচের রিমুভেবল
ব্যাটারি
নোকিয়া সিরিজ ৩০+
অপারেটিং সিস্টেম
ওউ হ্যাঁ, সবার প্রি Snakes গেইমটি
আছে এই মোবাইলে।
এই মোবাইলটি লাল, গাড় নীল,
হলুদ ও গ্রে কালারে পাওয়া
যাচ্ছে। মোবাইলটির দাম রাখা
হয়েছে ৪৯ ডলার, বাংলাদেশী
টাকায় যা প্রায় ৪০০০টাকা।
এখন শুধু বাংলাদেশে আসার
অপেক্ষার পালা। আমার মতো
আপনিও নিশ্চই অপেক্ষায় আছে
এইটি হাতে পাওয়ার।
আজ তাহলে এইটুকুই। দেখা হবে
আবার অন্যকোন পোস্ট নিয়ে।
ততদিন পর্যন্ত সাথে থাকুন।